Bangal Press
ঢাকাMonday , 5 June 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

কচুক্ষেতের মিনিসো ও দিগন্ত ফিলিং স্টেশনকে জরিমানা

Link Copied!

সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত পণ্য বিক্রি করার অপরাধে রাজধানীর কচুক্ষেত এলাকার মিনিসো বাংলাদেশ লিমিটেড এবং জ্বালানি তেল ওজনে কম দেওয়ায় দিগন্ত ফিলিং স্টেশনকে জরিমানা করেছে বিএসটিআই।

রোববার ওই এলাকায় অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করে বিএসটিআই ভ্রাম্যমাণ আদালত। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ভাষানটেক থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত পণ্য হেয়ার অয়েল বিক্রি এবং বাজারজাত করার অপরাধে কচুক্ষেত মেইন রোডে মিনিসো বাংলাদেশ লিমিটেডকে ২৫ হাজার টাকা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ অনুসারে পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত হেয়ার অয়েল, লোশন, ক্রীম, ফেশ ওয়াশ পণ্য সমূহ বিক্রি এবং বাজারজাত করার অপরাধে একই প্রতিষ্ঠানকে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া একই এলাকায় অবস্থিত দিগন্ত ফিলিং স্টেশনে ১টি অকটেন ডিসপেন্সিং ইউনিটে জ্বালানি তেল পরিমাপে কম পাওয়া যাওয়ায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ডিসপেন্সিং ইউনিটটি সিলগালা করে দেওয়া হয়।

এ অভিযান বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকারের নেতৃত্বে পরিচালিত হয়।

এনএইচ/এমআইএইচএস/এমএস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।