Bangal Press
ঢাকাMonday , 5 June 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

ইবির ভর্তি পরীক্ষায় সেবা ও শৃঙ্খলার এক অনন্য নাম বিএনসিসি

Link Copied!

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় চারটি ইউনিটের প্রায় ১৫ হাজার ভর্তিচ্ছুদের সহযোগিতায় শৃঙ্খলা রক্ষা সহ উল্লেখযোগ্য দায়িত্ব পালন করছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ইবি প্লাটুনের সেনা ও নৌ ইউনিটের সুসজ্জিত দল।

শিক্ষার্থীদের সুষ্ঠুভাবে কেন্দ্রে প্রবেশ থেকে শুরু করে পরীক্ষার হল খুঁজতে সাহায্য করা এবং যান চলাচল নিয়ন্ত্রণ, পরীক্ষার্থীদের নিরাপত্তা প্রদানসহ নানাবিধ কার্যক্রম পালন করেছে এই সংগঠনটি। প্রতিবারের মতো এইবারও চারটি ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্টুভাবে সম্পন্ন করতে গুরুত্ত্বপূর্ণ ভূমিকা পালন করেন ইবির বিএনসিসি প্লাটুন।

চার ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট অর্ধশতাধিক জন ক্যাডেট দায়িত্ব পালন করে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের যথাসময়ে সারিবদ্ধভাবে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ ও প্রাথমিক নির্দেশনা প্রদানসহ ভর্তি পরীক্ষার প্রতিটি কেন্দ্রে দায়িত্বে নিয়েজিত ছিলেন বিএনসিসি ক্যাডেটরা। মেইনগেট থেকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বিভিন্ন পয়েন্টে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনসহ বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেছেন তারা। এছাড়া প্রতিটি কেন্দ্রে পরীক্ষার্থীদের ব্যাগ, ডিভাইস জমা রাখার জন্য বিএনসিসি ও রোভার স্কাউটের সমন্বয়ে ব্যবস্থা করা হয়।

ইবির ভর্তি পরীক্ষায় সেবা ও শৃঙ্খলার এক অনন্য নাম বিএনসিসি

এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় বিএনসিসি নৌ প্লাটুন এর ক্যাডেট ল্যান্স কর্পোরাল মুকিতুল হাসান তরঙ্গ বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পরীক্ষার্থীদের সেবায় কাজ করেছি আমরা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সংযুক্ত হয়ে ও শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় করে সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করছি। বিএনসিসি অংশ হিসেবে ভর্তি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা করার সুযোগ পেয়ে বেশ ভালো লাগছে। সহযোগিতা পাওয়ার পর মানুষদের মুখের হাসি দেখে দিনের সব ক্লান্তি দূর হয়ে যায়। এই কঠোর পরিশ্রম ও মানুষের ভালোবাসা আমাদের আত্মবিশ্বাসী হয়ে উঠতে সাহায্য করে।’

ইবির ভর্তি পরীক্ষায় সেবা ও শৃঙ্খলার এক অনন্য নাম বিএনসিসি

ইসলামী বিশ্ববিদ্যালয় বিএনসিসি নৌ প্লাটুনের সিইউও আব্দুল মমিন নাহিদ বলেন, ‘জ্ঞান এবং শৃঙ্খলা এই মূলমন্ত্রকে ধারন করে এগিয়ে চলে বিএনসিসি। এটি একটি স্বেচ্ছাসেবী সংগঠন। প্রতিবছর ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ক্যাডেটরা নিয়োজিত থাকে‌। এবারও হেল্প ডেস্কে ভর্তি পরীক্ষার্থীদের ব্যাগ, ফোন, ঘড়ি জমা রেখে এবং শৃঙ্খলার সাথে তাদের কাছে উক্ত জিনিস ফিরিয়ে দেয়া, পরীক্ষার্থীদের কেন্দ্র খুঁজে দেয়া, অসুস্থ পরীক্ষার্থীদের সাহায্য করে তাদের কেন্দ্রে পৌঁছিয়ে দেয়া, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনা অনুযায়ী পরীক্ষার্থীদের চেক করে পরীক্ষার হলে ঢুকতে দেয়া সহ যাবতীয় কাজ করে থাকে বিএনসিসির ক্যাডেটরা। প্রতি পরীক্ষায় প্রায় ২০-৩০ জন ক্যাডেট দায়িত্ব পালন করে থাকে। সর্বোপরি একজন ক্যাডেট জ্ঞান এবং শৃঙ্খলার চর্চা করে সর্বদা নিজেকে অন্যের প্রয়োজনে নিয়োজিত রাখতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ।

তিনি বলেন, পুরুষ সদস্যের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নারী ক্যাডেটরাও দায়িত্ব পালন করছেন। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা সদা তৎপর।

ইবির ভর্তি পরীক্ষায় সেবা ও শৃঙ্খলার এক অনন্য নাম বিএনসিসি

ইবির বিএনসিসিও অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান বলেন, বিভিন্ন জাতীয় দিবসে ইসলামী বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে আসছে। এরই ধারাবাহিকতায় ভর্তি পরীক্ষা আসলে সেবা প্রদানের লক্ষ্যে দায়িত্ব পালন করে। যার ফলে ভর্তি পরীক্ষার্থীরা কোন ভোগান্তি ছাড়া সহজে সঠিক সময়ে হলে প্রবেশ করতে পারে ভর্তিচ্ছুরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।