Bangal Press
ঢাকাMonday , 5 June 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

বিএসএমএমইউতে ভদ্রলোক যাওয়ার পরিবেশ নেই: হাইকোর্ট

Link Copied!

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভদ্রলোক যাওয়ার মতো পরিবেশ নেই বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

এসময় বিএসএমএমইউয়ের প্রতি ক্ষোভ প্রকাশ করে হাইকোর্ট বলেন, ‘এই হাসপাতাল বঙ্গবন্ধুর নামে করার মাধ্যমে বঙ্গবন্ধুর নামকেই বেইজ্জতি করা হচ্ছে।’

আদালত আরও বলেন, ‘বিএনপি বা আওয়ামী লীগ কোনো দলই দেশে একটিও মানসম্মত হাসপাতাল বানাতে পারেনি। এটা রাজনীতিবিদদের জন্য লজ্জার।’

আরও পড়ুন: নানা ভোগান্তি তবুও রোগীদের ভরসা বিএসএমএমইউ আউটডোর

বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের বিদেশে চিকিৎসার জন্য পাসপোর্ট চেয়ে করা এক রিটের শুনানিতে এসব কথা বলেন দেশের সর্বোচ্চ আদালত।

সোমবার (৫ জুন) হাইকোর্টের বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চে এ শুনানি হয়। আদালতে ছিলেন রিটকারীর আইনজীবী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

আরও পড়ুন: বিএসএমএমইউ উপাচার্যের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য-দুর্নীতির অভিযোগ

আদালত বলেন, ‘সন্ত্রাসীরও মানবাধিকার আছে। কেউ বিএনপি করলে বা কারো বিরুদ্ধে ১০টি মামলা থাকলেই তার পাসপোর্ট রিনিউ আটকাতে পারে না পাসপোর্ট ও ইমিগ্রেশন বিভাগ।’

এদিকে সাধারণ পাসপোর্ট ২১ দিনের মধ্যে রিনিউ করার কথা থাকলেও, ২০২১ সালের ৪ এপ্রিল আজিজুল বারী হেলাল আবেদন করেও এখনো কেন পাসপোর্ট পাননি সে বিষয়ে জবাব দিতে বলেছেন আদালত।

এ বিষয়ে পরবর্তী শুনানির জন্যে বৃহস্পতিবার দিন ঠিক করা হয়।

এফএইচ/জেডএইচ/জেআইএম

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।