করোনাভাইরাসের ভুয়া রিপোর্টের মামলায় দণ্ডপ্রাপ্ত আলোচিত জেকেজি হেলথ কেয়ারের চেয়ারপারসন ডা. সাবরিনা চৌধুরীর জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছেন হাইকোর্ট।
এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে সোমবার (৫ জুন) হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে হাইকোর্টে জামিন চেয়ে আপিল করেছিলেন ডা. সাবরিনা।
আজ সেই আপিলের শুনানি নিয়ে আগামী ২০ জুন পর্যন্ত মুলতবি করেন আদালত। কিন্তু ডা. সাবরিনার আইনজীবী হজে চলে যাবেন মর্মে আজ জামিন আবেদনের শুনানি হয়েছে।
এফএইচ/এমকেআর/জেআইএম
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।