Bangal Press
ঢাকাMonday , 5 June 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

খেলার আগেই হেরে যেও না: জামালদের কাজী সালাউদ্দিন

Link Copied!

সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির প্রথম দিনই অনুশীলন মাঠে উপস্থিত হয়েছিলেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন। সোমবার বসুন্ধরা কিংস অ্যারেনায় জামাল ভূঁইয়াদের অনুশীলন দেখার পর তাদের সঙ্গে কথাও বলেছেন তিনি।

পরে বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন ক্যাম্পাসনিউজকে বলেন, ‘আজ (সোমবার) খেলোয়াড়দের প্রথম অনুশীলন ছিল, তাই দেখতে গিয়েছিলাম।’

খেলোয়াড়দের কাছে আপনার কী বার্তা ছিল? ‘আসলে তেমন কিছু না। আমি তাদেরকে সাহস ও অনুপ্রেরণা দিয়েছি। বলেছি মানসিকভাবে স্ট্রং থাকতে। তোমরা খেলবা, খেলার আগেই হেরে যাবা না’-বলেছেন বাফুফে সভাপতি।

খেলোয়াড়দের অনুশীলন দেখে মাঠেই নিজের প্রতিক্রিয়া গণমাধ্যমের সঙ্গে কথা বলেছিলেন বাফুফে সভাপতি। তখন তিনি বলেছেন, ‘আমি এখানে এসেছিলাম খেলোয়াড়দের বলতে যে, ৯০ মিনিট পর খেলার ফলাফল হয়। হয় জিতবে, নয় হারবে, কিন্তু মাঠে যাবে জয়ের জন্যই।’

‘কিছুদিন ধরে লক্ষ্য করেছি, আমাদের দলের মেন্টালিটিটা উইনিং নয়। আমি তাদের বলতে চাই, তোমাদের উইনিং টিম আছে। কিন্তু তোমরা যদি আগেই হেরে যাও, তাহলে এটা সমস্যা। এটা অন্যতম মূল বিষয়’-যোগ করেন সালাউদ্দিন।

খেলোয়াড়দের ওপর আস্থা আছে উল্লেখ করে কাজী মো. সালাউদ্দিন আরও বলেন, ‘ওরা গোটা মৌসুম লিগ খেলেছে, টপ ফর্মে আছে। যে কন্ডিশন আমি খেলোয়াড়দের দেখছি, আমরা একটা ভালো সাফ চ্যাম্পিয়নশিপ কাটাবো। তবে এটা ঠিক, বাইরে দাঁড়িয়ে সভাপতি হিসেবে আমি যা করতে পারি, তা হলো তাদের অনুপ্রাণিত করা, তাদের সঙ্গে কথা বলা, তাদের সাহায্য করা। আমি তো গিয়ে খেলে দিতে পারব না! সেটা তাদের করতে হবে।’

সাফের জন্য ৩০ ফুটবলার নিয়ে অনুশীলন শুরু করেছেন প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। দিন পাঁচেক অনুশীলন করার পর দল চলে যাবে কম্বোডিয়া। সেখানে ১৫ জুন ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবেন জামাল ভূঁইয়ারা। ১৬ জুন দল কম্বোডিয়া থেকে ভারতের ব্যাঙ্গালুরুতে। ২১ জুন ভারতের এই শহরে শুরু হবে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ হিসেবে পরিচিত সাফ চ্যাম্পিয়নশিপ।

আরআই/এমএমআর/জেআইএম

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।