Bangal Press
ঢাকাMonday , 5 June 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

পশ্চিমবঙ্গে বোমা বিস্ফোরণে বালকের মৃত্যু

Link Copied!

পঞ্চায়েত নির্বাচনের তফসিল এখনো ঘোষণা হয়নি। কিন্তু এরই মধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বোমা বিস্ফোরণের খবর সামনে এলো। এবার বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে ১১ বছর বয়সী এক বালকের। সোমবার (৫ জুন) সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পশ্চিমবঙ্গের উত্তর২৪ পরগনা জেলার বনগাঁ এলাকার বক্সিপল্লী ২২ নম্বর ওয়ার্ডে। নিহত ওই বালকের নাম রাজু রায়।

জানা গেছে, সোমবার সকালে বক্সিপল্লী ২২ নম্বর ওয়ার্ডের একটি বাথরুমে গিয়েছিল ওই বালক। কে বা কারা সেখানে বোমা লুকিয়ে রেখেছিল। অসাবধানতায় পা লাগায় বোমাটি ফেটে যায়।

আরও পড়ুন>চীনে ভূমিধসে নিহত ১৪

পরে গুরুতর জখম হয় রাজু রায়। রক্তাক্ত অবস্থায় রাজুকে সেখান থেকে উদ্ধার করে আনে স্থানীয় লোকজন। তাকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। বোমা বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, বাথরুম থেকে বেশ কিছুটা দূরে ছিটকে পড়ে শিশুটি।

ঘটনার তদন্ত নেমেছে বনগাঁ থানার পুলিশ। কে এই বোমা ওই বাথরুমে লুকিয়ে রেখেছিল তা খতিয়ে দেখছে পুলিশ। এখন পর্যন্ত দুজনকে গ্ৰেফতার করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, আচমকাই একটি বিকট শব্দ শুনতে পান তারা। প্রথমে সবাই ভেবেছিল টায়ার ফেটেছে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই শুনতে পায় গোঙ্গানির শব্দ। ছুটে গিয়ে দেখেন ঝোপঝাড়ে ঘেরা একটি পরিত্যক্ত বাথরুমের সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে রাজু। তার চোখে-মুখে বিশাল ক্ষত তৈরি হয়। 

আরও পড়ুন>কেমন আছেন করমন্ডল এক্সপ্রেসের দুই চালক?

এ প্রসঙ্গে বিজেপি নেতা ও কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর সজল ঘোষ বলেন, আর কত মৃত্যু দেখবে রাজ্য? রোজ এখানে বোমা বিস্ফোরণ হচ্ছে। এটাই নতুন কিছু নয়। কিন্তু এভাবে শিশুদের বলি হতে হচ্ছে সেটা সহ্য করা যায় না। এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আর বলার কিছু নেই। তবে এবার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাছে এই বোমা বিস্ফোরণ হওয়ার ফলে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

টিটিএন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।