Bangal Press
ঢাকাTuesday , 6 June 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে পাঁচ হাজার লিটার চোরাই অকটেনসহ গ্রেফতার ২

Link Copied!

 
চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকা থেকে প্রায় পাঁচ হাজার লিটার চোরাই অকটেনসহ দুই কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। রোববার (৪ জুন) কর্ণফুলী থানা এলাকার মধ্যম শিকলবাহা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- কর্ণফুলী থানার চরপাথরঘাটা গ্রামের মৃত ইয়াছিন আহাম্মদের ছেলে মো. কোরবান আলী (৪৮) ও পটিয়া থানার চরকানাই গ্রামের আবদুল মতিনের ছেলে মো. এমদাদ হোসেন হৃদয় (২০)।

সোমবার (৫ জুন) রাত পৌনে ৮টার দিকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‌্যাব-৭। বিজ্ঞপ্তিতে বলা হয়, চোরাই অকটেন ও ডিজেল মজুত করার গোপন সংবাদের ভিত্তিতে মধ্যম শিকলবাহায় অভিযান চালানো হয়। এ সময় দুইজনকে গ্রেফতার ও তাদের হেফাজত থেকে চার হাজার ৯৫৫ লিটার চোরাই অকটেন জব্দ করা হয়।

গ্রেফতাররা দীর্ঘদিন ধরে অবৈধভাবে কর্ণফুলী নদীর বিভিন্ন জাহাজ, জ্বালানি বহনকারী লরি ইত্যাদি হতে অকটেন ও ডিজেল সংগ্রহ করে পরে অপেক্ষাকৃত কম দামে পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছিলেন। জব্দকৃত অকটেনের আনুমানিক মূল্য সাড়ে ছয় লাখ টাকা বলে জানায় র‌্যাব।

ইকবাল হোসেন/এএএইচ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।