Bangal Press
ঢাকাTuesday , 6 June 2023
 1. অর্থনীতি
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. এক্সক্লুসিভ
 5. ক্যাম্পাস
 6. খেলাধুলা
 7. চাকরির খবর
 8. জাতীয়
 9. তথ্যপ্রযুক্তি
 10. বিনোদন
 11. ভ্রমণ
 12. মতামত
 13. রাজনীতি
 14. লাইফস্টাইল
 15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

আল ইত্তিহাদে বেনজেমা, কত টাকায় হলো চুক্তি?

Link Copied!

অবশেষে গুঞ্জনই সত্য হলো। স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ছেড়ে সৌদি আরবের আল ইত্তিহাদে যোগ দিলেন ফরাসি ফুটবল তারকা করিম বেনজেমা। ইতালির বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাবরিজিও রোমেনো জানিয়েছেন, বেনজেমা চুক্তির মূল অংশটায় সই করেছেন এরই মধ্যে।

কী আছে চুক্তিতে? রোমেনো জানান, বেনজেমার সঙ্গে আল ইত্তিহাদের চুক্তি হয়েছে ২০২৫ সালের জুন পর্যন্ত। আলোচনা সাপেক্ষে সেটা আরও এক বছর বাড়তে পারে।

চুক্তিতে বলা আছে, বাণিজ্যিক ও অন্যান্য সুযোগ সুবিধাসহ বছরে ২০০ মিলিয়ান ইউরো পাবেন বেনজেমা। অর্থাৎ দুই বছরে পাবেন ৪০০ মিলিয়ন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪৬০৮ কোটি টাকা।

আজ (মঙ্গলবার) আনুষ্ঠানিকভাবে রিয়াল সমর্থকদের বিদায় বলবেন বেনজেমা। তার বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনা পেরেজ।

২০০৯ সালে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন বেনজেমা। তিনি ক্লাবের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের মধ্যে দ্বিতীয় স্থানে। চারবার জিতেছেন লা লিগা, পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ। ২০২২ সালে ব্যালন ডি’অরও জিতেছেন ফ্রান্সের অন্যতম বড় এই ফুটবলার।

এমএমআর/জেআইএম

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।