Bangal Press
ঢাকাTuesday , 6 June 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

শাহরুখের ছেলের পরিচালনায় রণবীর কাপুর

Link Copied!

বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান ওয়েব শোতে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। তার ‘স্টারডম’ নিয়ে মানুষের মধ্যে উত্তেজনাও লক্ষ্য করার মতো। বাবার মতো অভিনয় নয়, আরিয়ানের হাতেখড়ি হবে পরিচালনা দিয়ে।

শোনা যাচ্ছে, নিজের প্রথম কাজ নিয়ে অত্যন্ত পরিশ্রম করছেন তিনি। ওয়েব সিরিজের কাস্টিং থেকে লেখা, সব কিছুতেই বাড়তি নজর দিচ্ছেন তিনি। এবার শোনা যাচ্ছে এ সিরিজে দেখা মিলতে পারে রণবীর কাপুরের।

আরও পড়ুন: ছেলে আরিয়ানের পরিচালনায় শাহরুখ

নিজেকে পরিচালক হিসেবে অভিষেক করতে সবদিক থেকে নিখুঁত হয় সেই দিকে বিশেষ নজর দিচ্ছেন আরিয়ান খান। শোনা যাচ্ছে, দর্শকের পছন্দ মতো এবং বড় সফল প্রজেক্ট করার জন্য উঠে পড়ে লেগেছেন তিনি। সিরিজের জন্য প্রয়োজনীয় রিসার্চ থেকে এখন মুম্বাইয়ে শুটিং শুরু, সব কিছুতেই নিজের সেরাটা দিচ্ছেন আরিয়ান।

আরও পড়ুন: ক্ষোভ প্রকাশ করে আদালতে যা বললেন আরিয়ান খান

কিছুদিন আগে জানা যায়, অনেক প্রতীক্ষিত এ সিরিজ ‘স্টারডম’। এতে মূল চরিত্রে দেখা যাবে লক্ষ্য লালওয়ানিকে। এরপরই ছয় পর্বের এ সিরিজ সম্পর্কে এক বিশেষ তথ্য সামনে উঠে আসছে। শোনা যাচ্ছে সিরিজে ক্যামিও চরিত্রে দেখা যাবে অভিনেতা রণবীর কাপুরকে। এরই মধ্যে সেই শুটিংও সেরে ফেলেছেন ‘রকস্টার’, খবরে এমনই জানা গেছে। ফলে সবার মধ্যেই উত্তেজনা আরও বাড়ছে।

অনুরাগীদের এখন প্রশ্ন একটাই, ‘কী বিশাল জিনিস আনতে যাচ্ছেন আরিয়ান খান?’ রণবীর কাপুর ও শাহরুখ খানের বন্ধুত্বের কথা সবারই জানা। সম্প্রতি রণবীর নাকি হাজির হয়েছিলেন আরিয়ান খানের শুটিং সেটে, কতটা কাজ এগোল তা দেখার জন্য। তখনই নাকি নিজের উৎসাহে সিরিজে একটি ক্যামিও দৃশ্যের শ্যুটিং করেন তিনি। রণবীর কাপুর ছাড়াও আরিয়ান খানের এই দীর্ঘ প্রতীক্ষিত ওটিটি সিরিজে উঠে আসবে হিন্দি সিনেমার ব্যবসার ইতিহাস এবং একাধিক ক্যামিও দেখতে পাওয়া যাবে বলে খবর প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন: বলিউডে নাম লেখাচ্ছেন শাহরুখ পুত্র আরিয়ান খান

রণবীর কাপুর ছাড়া করণ জোহরও পরিচালক হিসেবে আরিয়ান খানের প্রথম টেলিভিশন সিরিজে গেস্ট অ্যাপিরায়েন্স করেছেন। ছেলের কাজ শুরুর প্রথম দিনেই তাকে উৎসাহিত করতে সেটে হাজির হয়েছিলেন শাহরুখ খানও।

আরিয়ান যখন নিজের পরিচালনা নিয়ে ব্যস্ত, তখনই তার বোন, সুহানা খান তৈরি অভিনয়ে তার যাত্রা নিয়ে। জোয়া আখতারের মিউজিক্যাল সিনেমা ‘দ্য আর্চিস’ মুক্তির অপেক্ষায়। এ সিনেমায় দেখা যাবে অগস্ত্যা নন্দা, বেদাঙ্গ রাইনা, মিহির আহুজা, খুশি কাপুরকেও।

এর আগে আরিয়ান খান সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন যে তিনি তার প্রথম প্রজেক্টের লেখার কাজ শেষ করে ফেলেছেন। ২০২৩ সালে শুটিং শুরু হবে বলেও জানান তখনোই।

এমএমএফ/জেআইএম

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।