Bangal Press
ঢাকাTuesday , 6 June 2023
 1. অর্থনীতি
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. এক্সক্লুসিভ
 5. ক্যাম্পাস
 6. খেলাধুলা
 7. চাকরির খবর
 8. জাতীয়
 9. তথ্যপ্রযুক্তি
 10. বিনোদন
 11. ভ্রমণ
 12. মতামত
 13. রাজনীতি
 14. লাইফস্টাইল
 15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

সাড়ে ৩ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল শুরু

Link Copied!

কুমিল্লার চৌদ্দগ্রামে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় সাড়ে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুনরায় যান চলাচল চালু হয়েছে। মঙ্গলবার (৬ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে যান চলাচল শুরু হয়। তবে চট্টগ্রামমুখী লেনে যান চলাচল শুরু হলেও ঢাকামুখী লেনে বন্ধ রয়েছে।

এর আগে এদিন সকাল ৯টায় উপজেলা সদরে বর্তমান সংসদ সদস্য মুজিবুল হক অনুসারী এবং চৌদ্দগ্রামের সাবেক মেয়র মিজানুর রহমানের অনুসারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

স্থানীয় একাধিক সূত্র জানায়, বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে সংসদ সদস্য মুজিবুল হক বঙ্গবন্ধু স্কয়ারে গণজমায়াতের আয়োজন করেন। একই দিনে চৌদ্দগ্রামের সাবেক মেয়র মিজানুর রহমানও উপজেলায় শোভাযাত্রার আয়োজন করেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। একপর্যায়ে সকাল ৯টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। ভাঙচুর করা হয় গণজমায়াতের মঞ্চ ও বেশকিছু যানবাহন। আগুন দেওয়া হয় একাধিক মোটরসাইকেলে। এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন>> কুমিল্লায় আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ, মহাসড়কে যান চলাচল বন্ধ

কুমিল্লার সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) জাহিদুল ইসলাম ক্যাম্পাসনিউজকে বলেন, আওয়ামী লীগের পদবঞ্চিত নেতারা চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমানের সমর্থনে মহাসড়কে নেমে ভাঙচুর চালান। পরে এমপি মুজিবুল হকের সমর্থকরা তাদের প্রতিহত করতে গেলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে।

এদিকে মহাসড়কে সংঘর্ষের কারণে চট্টগ্রাম লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়তে হয়েছে শত শত মানুষকে। খবর পয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম লেনে যান চলাচল স্বাভাবিক করে।

হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রহমত উল্লাহ ক্যাম্পাসনিউজকে বলেন, নিরাপত্তার স্বার্থে যান চলাচল বন্ধ রাখা হয়েছিল। তারা চট্টগ্রাম লেন থেকে সরে দাঁড়ালে যান চলাচল শুরু করা হয়। এখন ধীরগতিতে চলছে। আশা করছি দ্রুতই দুই লেনে যান চলাচল স্বাভাবিক হবে।

জাহিদ পাটোয়ারী/ইএ/জেআইএম

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।