Bangal Press
ঢাকাTuesday , 6 June 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

লাউয়াছড়ায় গভীর বনে পথ হারিয়ে ৯৯৯-এ কল, ২ তরুণ উদ্ধার

Link Copied!

শাহবাজ বিন আজমাত (২৫) ও ইয়ালিদুজ্জামান (২৬) সোমবার (৫ জুন) দুপুরে শ্রীমঙ্গলে বেড়াতে যান। দুপুর ১২টায় লাউয়াছড়া বনে প্রবেশ করে ফেরার সময় পথ হারিয়ে ফেলেন তারা। পরে ৯৯৯-এ কল দিয়ে সহযোগিতা চাইলে ৪ ঘণ্টার চেষ্টায় তাদের উদ্ধার করে ট্যুরিস্ট পুলিশ।

মঙ্গলবার (৬ জুন) এ তথ্য জানান টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (লিগ্যাল ও মিডিয়া উইং) নাদিয়া ফারজানা।

তিনি জানান, সোমবার (৫ জুন) দুপুর ১২টার দিকে শাহবাজ বিন আজমাত ও ইয়ালিদুজ্জামান লাউয়াছড়া বনে কোনো গাইড না নিয়েই ৩ ঘণ্টার ট্রেইল ধরে এগুতে থাকেন। কিন্তু ফেরার পথে রাস্তা হারিয়ে গহীন জঙ্গলের প্রায় পাঁচ কিলোমিটার ভেতরে চলে যায়।

তখন তারা একটি টিলাতে উঠে ৯৯৯-এ কল দেয়। বিকেল সাড়ে ৫টায় ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে শ্রীমঙ্গল জোনের ট্যুরিস্ট পুলিশের একটি দল বনবিভাগ ও স্টেকহোল্ডারদের সঙ্গে নিয়ে প্রায় চার ঘন্টাব্যাপী উদ্ধার অভিযান পরিচালনা করে রাত সাড়ে ৯টায় দুই পর্যটককে উদ্ধার করা হয়।

জানা গেছে, তারা গতকাল ঢাকা থেকে শ্রীমঙ্গলে বেড়াতে আসেন এবং বৃষ্টি বিলাশ রিসোর্টে রাত্রি যাপন করেন। উদ্ধারের পর তাদের অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

আরএসএম/এমআইএইচএস/এমএস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।