Bangal Press
ঢাকাTuesday , 6 June 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি ভালো রাখতে যা করবেন

Link Copied!

জ্বালানির মূল্যবৃদ্ধি ও পরিবেশ রক্ষায় ব্যবহার বেড়েছে বৈদ্যুতিক গাড়ি, বাইক, স্কুটারের। জনপ্রিয় হয়ে উঠছে এসব বৈদ্যুতিক যানবাহন। নামিদামি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো একের পর এক বৈদ্যুতিক গাড়ি আনছে বাজারে। এই তালিকায় এরই মধ্যে যুক্ত হয়েছে টেসলা, ফোর্ড, রিভিয়ান, এনআইওর মতো প্রতিষ্ঠানগুলো।

তবে বৈদ্যুতিক গাড়ি ব্যবহারের পাশাপাশি এর ব্যাটারির যত্ন নিতে হবে। অনেক সময় দেখা যায় তাড়াতাড়ি গরম হয়ে যায় গাড়ির ইঞ্জিন বা ব্যাটারি। ফলে আগুন লাগার ঘটনাও ঘটতে পারে যে কোনো মুহূর্তে। চলুন দেখে নেওয়া যাক গাড়ির ব্যাটারি ভালো রাখতে এবং গরম হওয়া থেকে বাঁচতে যা করবেন-

আরও পড়ুন: এক চার্জে ১১০ কিলোমিটার চলবে এই ই-স্কুটার

>> একটানা বেশিক্ষণ গাড়ি চালাবেন না। এতে ব্যাটারির ওপর বাড়তি চাপ পড়ে। ফলে ব্যাটারি গরম হয়ে যেতে পারে।

>> গাড়ির ব্যাটারি খোলা জায়গায় রাখার চেষ্টা করুন। খারাপ বা নকল, কম দামি ব্যাটারি ব্যবহার করবেন না।

>> গাড়ির চার্জ শেষ হলে সঙ্গে সঙ্গে চার্জ দেবেন না। গাড়ি চালিয়ে আসার কিছুক্ষণ পর ব্যাটারি ঠান্ডা হলে তারপর চার্জ দিন।

>> ব্যাটারি চার্জ দেওয়ার জন্য শুধু সংস্থার পক্ষ থেকে দেওয়া চার্জারই ব্যবহার করুন। ভুলেও অন্য কোনো চার্জার ব্যবহার করবেন না। এতে ব্যাটারিতে নানান ধরনের সমস্যা দেখা দিতে পারে।

কেএসকে/এএসএম

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।