Bangal Press
ঢাকাTuesday , 6 June 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় ক্লাস চলাকালে অসুস্থ হয়ে স্কুলছাত্রীর মৃত্যু

Link Copied!

কুমিল্লার দাউদকান্দিতে ক্লাস চলাকালে অসুস্থ হয়ে হাবিবা আক্তার (১২) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ জুন) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

নিহত হাবিবা আক্তার ওই স্কুলের ষষ্ঠ শ্রেণির ‘খ’ শাখার ছাত্রী। সে তিতাস উপজেলার চান নাগেরচর গ্রামের জিয়াউল হকের মেয়ে।

গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম ক্যাম্পাসনিউজকে বলেন, ক্লাস চলাকালে হাবিবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। একপর্যায়ে সে বমি করে। পরে শিক্ষকরা দ্রুত তাকে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেয়ে তার অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিনুল হাসান ক্যাম্পাসনিউজকে বলেন, গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালে অসুস্থ হয়ে এক ছাত্রী মারা গেছে বলে শুনেছি। কী কারণে তার মৃত্যু হয়েছে চিকিৎসকরা ভালো বলতে পারবেন।

এ বিষয়ে কুমিল্লা ডেপুটি সিভিল সার্জন ডা. নিসর্গ মেরাজ চৌধুরী ক্যাম্পাসনিউজকে বলেন, যতটুকু শুনেছি মেয়েটি দীর্ঘসময় খালি পেটে ছিল। এরপর তালের শাস খেয়েছে। সাধারণত খালি পেটে লিচু কিংবা তালের শাস জাতীয় কোনো খাবার খেলে সমস্যা হতে পারে। তার ক্ষেত্রেও এমনটা হতে পারে।

হিটস্ট্রোকের কারণে ওই ছাত্রীর মৃত্যু হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, গরমের কারণে শারীরিকভাবে ওই ছাত্রী দুর্বল হতে পারে। ঠিক কি কারণে মৃত্যু হয়েছে ময়নাতদন্ত ছাড়া বিষয়টি পরিষ্কার করে বলা যাচ্ছে না। জাহিদ পাটোয়ারী/এমআরআর/এএসএম

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।