স্ত্রীর করা যৌতুক মামলায় গ্রেফতার হয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা আরিফুল ইসলাম (৪০)। মঙ্গলবার (৬ জুন) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
মামলার সূত্রে জানা যায়, আরিফুল ইসলামের সঙ্গে লায়লা আরজুমান বানুর বিয়ে হয়। বিয়ের পর আরিফুল মোছা. আরিফা জামান মনির প্ররোচনায় লায়লার বাবার বাড়ি থেকে যৌতুকের ৫০ লাখ টাকা অনতে বলেন। সেই টাকা না আনায় লায়লাকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ক্যাম্পাসনিউজকে বলেন, ওই কর্মকর্তার স্ত্রী থানায় মামলা করেছিলেন। সে মামলার গ্রেফতারি পরোয়ানা থানায় এলে সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়। আজ দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলামের কাছে জানতে চাইলে তার কাছে এমন কোনো তথ্য নেই বলেছেন।
এসজে/এমএস