Bangal Press
ঢাকাTuesday , 6 June 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে নৌকার প্রচারণায় প্রবাসীরা

Link Copied!

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে গণসংযোগ ও প্রচারণায় নেমেছেন প্রবাসীরা। সোমবার (৫ জুন) দিনভর তারা সিলেট মহানগরের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করে নৌকা প্রতীকে আনোয়ারুজ্জামান চৌধুরীর জন্য ভোটারদের কাছে ভোট চান।

সোমবার দিনভর নগরের উপশহর ও জালালাবাদ এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণে যুক্তরাজ্য আওয়ামী লীগের বিভিন্ন স্তরের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

এ সময় প্রবাসী আওয়ামী লীগ নেতারা বলেন, আনোয়ারুজ্জামান চৌধুরী একজন ভালো মানুষ, দীর্ঘদিন তার সঙ্গে আমরা রাজনীতি করে তাকে কাছ থেকে দেখেছি। তিনি সব সময় দেশের সাধারণ মানুষের কথা ভাবেন। তাকে মেয়র নির্বাচিত করলে সিলেটের অভূতপূর্ব উন্নয়ন হবে।

গণসংযোগ ও লিফলেট বিতরণে অংশ নেন যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা ফারুক আহমদ, যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু, সাধারণ সম্পাদক সেলিম খান, লন্ডন মহানগর যুবলীগের সভাপতি তারেক আহমদ, প্রচার সম্পাদক আয়াস আহমদ, যুক্তরাজ্য ছাত্রলীগের সাবেক সভাপতি রুমান আহমদ, শেখ শহিদ, মতছির চৌধুরী জনি, রুহুল আমিন চৌধুরী ও ফখরুল কামাল জুয়েল প্রমুখ।

ছামির মাহমুদ/এফএ/এমএস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।