Bangal Press
ঢাকাTuesday , 6 June 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

বেনজেমার পরিবর্তে কেইনকে নিতে চায় রিয়াল মাদ্রিদ

Link Copied!

হঠাৎ করেই রিয়াল মাদ্রিদে করিম বেনজেমার অধ্যায় শেষ হয়ে গেলো। ১৪ বছর পর লজ ব্লাঙ্কোজদের ছেড়ে যাচ্ছেন তিনি। রিয়াল চেয়েছিলো বেনজেমার সঙ্গে আরও এক-দুই বছরের চুক্তি বাড়িয়ে নিতে; কিন্তু শেষ মুহূর্তে এসে সৌদি পেট্রোডলারের কাছে হার মানলেন ফরাসী এই তারকা। আল ইত্তিহাতে বছরে ২০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে যোগ দিয়েছেন তিনি।

করিম বেনজেমা সরে দাঁড়ানোর কারণে বিশাল এক শূন্যতা তৈরি হয়েছে রিয়াল মাদ্রিদে। নাম্বার নাইনে দীর্ঘদিন কোচদের আস্থার প্রতীক ছিলেন ফরাসী এই তারকা। রোনালদো চলে যাওয়ার পর গত চার-পাঁচ বছর রিয়ালের এক নম্বর তারকা ছিলেন তিনি। গোলের পর গোল করেছেন। দলকে জিতিয়েছেন অনেকগুলো শিরোপা।

সেই বেনজেমার অভাব কী দিয়ে পূরণ করবে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি? অনেকের দিকেই চোখ তাদের। আপাতত ইংল্যান্ড জাতীয় দল এবং ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব টটেনহ্যাম হটস্পারের অধিনায়ক ক্যারি কেইনের দিকে নজর দিয়েছে রিয়াল।

তবে হ্যারি কেইনের দিকে নজর দিলেও রিয়াল মাদ্রিদ কর্মকর্তারা এরই মধ্যে অবগত হয়ে গেছেন, এ বিষয়টা সহজ হবে না। অর্থ্যাৎ, চাইলেও খুব সহজে তারা হ্যারি কেইনকে পাবে না।

এবারের মৌসুমে টটেনহ্যামের হয়ে মোট ৩২টি গোল করেছেন হ্যারি কেইন। কিন্তু তার মাদ্রিদে যাওয়ার ব্যাপারে সবচেয়ে বড় প্রশ্ন হলো, তার বয়স, তার ট্রান্সফার ফি এবং তাকে টটেনহ্যাম হটস্পার ছাড়ছে কি না- এসব বিষয়ের ওপর।

রিয়াল মাদ্রিদ একই সঙ্গে একজন ব্যাকআপ ফরোয়ার্ডকেও দলে নিয়ে আসতে চাচ্ছে। এ ক্ষেত্রে এস্পানিওলে খেলা হোসেলু’র দিকে নজর তাদের। আগামী মৌসুমে বড় বাজেট নিয়ে মাঠে নামার আগ পর্যন্ত আপাতত কাজ ছালিয়ে নেয়ার ব্যাপারে চিন্তা-ভাবনা রয়েছে তাকে ঘিরে।

রিয়াল মাদ্রিদ ক্লাবের পক্ষ থেকে আরলিং হালান্ড এবং কিলিয়ান এমবাপের বিষয়েও কথা বলা হচ্ছে। তবে, এই দুই তারকার যে কোনো একজনকে পেতে হলেও বড় অংকের টাকা খসাতে হবে রিয়ালের পকেট থেকে। এ কারণে, আপাতত আগামী মৌসুমে নয়, পরের মৌসুমে এই দু’জনের যে কোনো একজনের দিকে রিয়াল হাঁটবে বলে জানিয়েছে ইএসপিএন।

আইএইচএস/

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।