Bangal Press
ঢাকাTuesday , 6 June 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

পরিবেশ দিবসে শেরপুরে পুনাকের পাঁচ হাজার বৃক্ষরোপণ

Link Copied!

বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় শেরপুরের পাঁচ উপজেলার থানা এলাকা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থানে পাঁচ হাজার ফলদ, বনজ ও ঔষধী গাছ রোপণ ও বিতরণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) শেরপুর জেলা। জেলা পুলিশ ও ভলান্টিয়ার ফর বাংলাদেশ শেরপুর জেলার সহযোগিতায় সোমবার (৫ জুন) শেরপুর পুলিশ লাইন্সে এ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মো. কামরুজ্জামান।

উদ্বোধনের পর পাঁচ উপজেলায় একযোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষরোপণে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও তদন্ত কর্মকর্তাদের সঙ্গে অংশ নেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা।

পুনাক শেরপুরের সভানেত্রী সানজিদা হক মৌয়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, বৈশ্বিক আবহাওয়া পরিবর্তনের এই সময়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক সবাইকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে হবে। সবাইকে অন্তত তিনটি করে গাছ লাগাতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বৃক্ষ রোপণের ওপর গুরুত্ব দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় বৃক্ষরোপণের পাশাপাশি পরিবেশ স্বাভাবিক ও দূষণমুক্ত রাখতে জীব বৈচিত্রের প্রতি গুরুত্ব বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এ সময় পুলিশ সুপার পরিবেশের ভারসাম্য রক্ষায় পানি ও জ্বালানি শক্তির অপচয় রোধ ও প্লাস্টিক ব্যবহারে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভলান্টিয়ার ফর বাংলাদেশ শেরপুর জেলার সভাপতি ইমরান হাসান রাব্বী, পুলিশ লাইন্স স্কুলের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ফখরুজ্জামান জুয়েল প্রমূখ।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ লাইন্স স্কুলের দেড় শতাধিক শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। পরে অতিথিরা পুলিশ লাইন্সে বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধী বৃক্ষ রোপণ করেন। একই সময় পাঁচ উপজেলাতেও এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলায় কর্মরত গণমাধ্যমকর্মী, ভলান্টিয়ার ফর বাংলাদেশ শেরপুর জেলার স্বেচ্ছাসেবী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

ইমরান হাসান রাব্বী/এফএ/এএসএম

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।