Bangal Press
ঢাকাTuesday , 6 June 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

অসুস্থ গোলরক্ষক মহসিনের পাশে কাজী সালাউদ্দিন

Link Copied!

সাবেক তারকা গোলরক্ষক মোহাম্মদ মহসিন গুরুত্ব অসুস্থ। সে সঙ্গে ভুগছেন অর্থকষ্টেও। সোমবার গণমাধ্যমে এমন খবর প্রকাশ হওয়ায় আশি-নব্বই দশকের এই তারকা ফুটবলারকে নিয়ে শুরু হয়েছে আলোচনা।

এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন মহসিনের পাশে থাকার ঘোষণা দিয়েছেন। তিনি ক্রিকেট বোর্ড থেকে মসিনকে সহায়তা করবেন বলে জানিয়েছেন।

বিসিবি সভাপতির পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিনও তার সময়ের ফুটবলার মহসিনের পাশে থাকার ঘোষণা দিয়েছেন। রাতে বাফুফে সভাপতি ক্যাম্পাসনিউজকে বলেছেন, ‘আমি ব্যক্তিগতভাবে মহসিনকে এক লাখ টাকা আজই দেওয়ার ব্যবস্থা করেছি। এছাড়া প্রতিমাসে তাকে ৫০ হাজার টাকা করে দেবো। তবে বাফুফে থেকে দেওয়ার কোনো সুযোগ নেই। এটা আমি নিজের থেকেই দিচ্ছি।’

বাফুফে থেকে সহায়তা না দেওয়ার কারণ প্রসঙ্গে বাফুফে সভাপতি বলেন, ‘ফিফা ও এএফসি আমাদের যে ফান্ড দেয় সেখান থেকে সহায়তা করার সুযোগ নেই। মহসিন আমার জুনিয়র। তবে সে আমার সঙ্গে খেলেছে। আমার সঙ্গে ট্রেনিং করেছে। একসঙ্গেও খেলেছি, বিপক্ষেও খেলেছে। তাই আমি ব্যক্তিগতভাবে তাকে সহায়তা করছি। এছাড়া আরো কয়েকজন তাকে সহায়তা করবেন।’

আরআই/আইএইচএস/

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।