রাজশাহী ও দিনাজপুর শিক্ষাবোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। দিনাজপুর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান হয়েছেন অধ্যাপক স ম আব্দুস সামাদ আজাদ। এছাড়া রাজশাহী শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান হয়েছেন অধ্যাপক মো. কামরুল ইসলাম।
মঙ্গলবার (৬ জুন) রাজশাহী ও দিনাজপুর শিক্ষাবোর্ডে ওই দুই শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে প্রেষণে পদায়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
অধ্যাপক মো. কামরুল ইসলাম দিনাজপুর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান পদে প্রেষণে কর্মরত ছিলেন। তাকে রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
অপরদিকে অধ্যাপক স ম আব্দুস সামাদ আজাদ চাঁপাইনবাবগঞ্জের নাচোল সরকারি কলেজে অধ্যক্ষ ছিলেন। তাকে দিনাজপুর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োগ দিয়েছে মন্ত্রণালয়।
এমএইচএম/কেএসআর
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।