Bangal Press
ঢাকাTuesday , 6 June 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এক প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

Link Copied!

সাংবাদিকের ওপর হামলার অভিযোগে কক্সবাজার পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী আশরাফুল হুদা সিদ্দিকীকে কারণ দর্শাতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)। কেন তার প্রার্থিতা বাতিল করা হবে না, সে বিষয়ে ঢাকায় নির্বাচন কমিশনে হাজির হয়ে ব্যাখ্যা দিতে হবে।

মঙ্গলবার (১৬ জুন) ইসি সচিবালয় ওই প্রার্থী বরাবর এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে। সেখানে তাকে আগামী ৮ জুন বিকেল ৩টায় নির্বাচন কমিশনে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

ইসির চিঠিতে বলা হয়, কক্সবাজার পৌরসভার সাধারণ নির্বাচনে ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদের প্রার্থী আশরাফুল হুদা ২০০-৩০০ জন নারী-পুরুষ নিয়ে গোপনভাবে নির্বাচনী প্রচারণায় কালো টাকা বিতরণ করেন বলে অভিযোগ এসেছে। তিনি টাকা বিতরণকালে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা সংবাদ প্রকাশের জন্য ঘটনাস্থলে গিয়ে ভিডিও ধারণ করেন। পরে সংবাদকর্মীরা চলে আসার পথে তাদের ওপর অতর্কিত হামলা করা হয়। এ সময় সিসিএনের স্টাফ রিপোর্টার মিজানুর রহমানের ব্যবহৃত মোবাইল ক্যামেরা ছিনিয়ে নিয়ে ধারণ করা ভিডিও ডিলিট করেন বলে অভিযোগ উঠেছে। এছাড়াও আশরাফুল হুদা নির্বাচনী আচরণবিধি বহির্ভূত কাজ করেছেন বলে রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানিয়েছেন।

এ অবস্থায় কেন আশরাফুল হুদার প্রার্থিতা বাতিল অথবা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, এ বিষয়ে তাকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এইচএস/কেএসআর/এমএস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।