Bangal Press
ঢাকাTuesday , 6 June 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

কোচ গ্যালতিয়েরকে বরখাস্ত করলো পিএসজি

Link Copied!

প্রধান কোচ ক্রিস্টোফে গ্যালতিয়েরকে আর রাখা হবে না – এমন গুঞ্জন শোনা যাচ্ছিলো। চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর আশা নিয়ে গ্যালতিয়েরকে নিয়োগ দিয়েছিলো পিএসজি কর্মকর্তারা। কিন্তু এক ফ্রেঞ্চ লিগ ছাড়া আর কিছুই জিততে পারেননি তিনি। লিগ ওয়ানও জিততে অনেক কষ্ট করতে হয়েছে পিএসজিকে।

তবে, শেষ পর্যন্ত গ্যালতিয়েরের ভবিষ্যৎ নির্ধারণ করে দিলো প্যারিস সেন্ট জার্মেই কর্মকর্তারা। তাকে বরখাস্ত করা হয়েছে। পিএসজি সূত্রের বরাত দিয়ে এ খবর পরিবেশন করেছে ইএসপিএন।

বায়ার্ন মিউনিখের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নেয় পিএসজি। ফ্রেঞ্চ লিগ খুঁড়িয়ে খুঁড়িয়ে জেতার পরও আর গ্যালতিয়েরের ওপর আস্থা রাখতে পারেনি পিএসজি ক্লাব কর্তৃপক্ষ।

ইএসপিএন জানাচ্ছে, পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লুইস ক্যাম্পোস মঙ্গলবার রাতেই গ্যালতিয়েরকে বরখাস্তের খবর জানিয়ে দেয়।

এদিকে আগেই খবর রটেছে, পিএসজি বায়ার্ন মিউনিখের সাবেক কোচ হুলিয়ান নাগেলসম্যানকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়ার চেষ্টা করছে।

আইএইচএস/

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।