Bangal Press
ঢাকাWednesday , 7 June 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

মিরপুরে অজ্ঞানপার্টির খপ্পরে প্রসাধনী ব্যবসায়ী

Link Copied!

রাজধানীর মিরপুর এক নম্বর বাসস্ট্যান্ডে অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন মো. চান মিয়া (৫০) নামের এক প্রসাধনী ব্যবসায়ী। বুধবার (৭ জুন) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে সেখানে ভর্তি করা হয়।

চান মিয়ার স্ত্রী মিনারা বেগম বলেন, আমার স্বামী রাজধানীর নিউমার্কেটের ফুটপাতে প্রসাধনীর ব্যবসা করেন।তারা বাবা ও ছেলে নিউমার্কেট থেকে মিরপুরে একটি বাসে বাসায় ফিরছিল। ছেলে বাসায় এলে আমি তাকে জিজ্ঞাসা করি তার বাবা কোথায়।

পরে তার বাবাকে সঙ্গে না দেখতে পেয়ে আবার মিরপুর-১ নম্বর বাসস্ট্যান্ড গেলে সেখান থেকে লোকজন বলে তাকে বাস থেকে অজ্ঞান পার্টির সদস্যরা কিছু খাইয়ে আমাদের এখানে ফেলে দিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।

অজ্ঞানপার্টির সদস্যরা চান মিয়ার কাছ থেকে একটি স্মার্ট ফোন নিয়ে যায়। তবে সঙ্গে কত টাকা ছিল তা তিনি সুস্থ না হওয়া পর্যন্ত জানা যাবে ন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মিরপুর থেকে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এক ব্যবসায়ী ঢাকা মেডিকেলে নিয়ে আসলে পাকস্থলি ওয়াশ করে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। তার কাছে থেকে একটি স্মার্ট ফোন নিয়ে গেছে এবং কত টাকা নিয়েছে এখনো জানা যায়নি। তিনি সুস্থ হলে বিস্তারিত জানা যাবে।

কাজী আল আমিন/এমআইএইচএস/জিকেএস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।