Bangal Press
ঢাকাWednesday , 7 June 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

দেশ গ্যাস চেম্বারে পরিণত হয়েছে, ঢাকাতেও ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না

Link Copied!

সরকারের উন্নয়নকে ‘মুলি বাঁশে’র উন্নয়ন উল্লেখ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ঢাকা শহরেও এখন ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। বিদ্যুৎ সংকট আর প্রচণ্ড গরমে সারাদেশ গ্যাস চেম্বারে পরিণত হয়েছে।

বুধবার (৭ জুন) বিকেলে ঢাকেশ্বরী মন্দিরে প্রার্থনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে এই প্রার্থনা অনুষ্ঠান হয়।

আরও পড়ুন: বাস্তবতা বিবর্জিত বাজেট গ্রহণযোগ্য নয়: ফখরুল

রুহুল কবির রিজভী বলেন, বিদ্যুৎ নিয়ে মিথ্যাচারকারীদের মন্ত্রী-এমপি বানানো হয়েছে। কিছুদিন আগেও এই অবৈধ সরকারের মন্ত্রী-এমপিরা বলেছিলেন- ‘আমরা এমন বিদ্যুৎ উৎপাদন করেছি আমাদের এখন ফেরি করে বিদ্যুৎ বিক্রি করতে হবে।’ কিন্তু এখন আমরা কি দেখতে পাচ্ছি? গ্রামে এমনকি ঢাকা শহরেও ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। বিদ্যুৎ সংকটে আর প্রচণ্ড গরমে সারাদেশ গ্যাস চেম্বারে পরিণত হয়েছে।

সরকারের উন্নয়নের কড়া সমালোচনা করে রিজভী বলেন, এখন মানুষ বলে আওয়ামী লীগের উন্নয়ন সন্ধ্যাবেলায় মোমবাতি। মুলি বাঁশের উন্নয়ন এখন ভেঙে পড়ছে। কারণ উন্নয়নের গাঁথুনিতে ছিল রডের পরিবর্তে বাঁশ।

আরও পড়ুন: বিদ্যুতের ফেরিওয়ালারা এখন কোথায়, প্রশ্ন সালামের

তিনি আরও বলেন, সরকার নিজের আত্মীয়-স্বজনকে কুইকরেন্টাল দিয়ে বিশাল অর্থের মালিক বানিয়েছে। কানাডায় বেগমপাড়া বানিয়েছেন মন্ত্রী-এমপিরা। লুটপাট করে শুধু নিজেদের পকেট ভারী করেছেন তারা।

হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণ ফ্রন্ট চেয়ারম্যান বিজন কান্তি সরকারের সভাপতিত্বে এবং মহাসচিব এস এন তরুণের পরিচালনায় প্রার্থনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুকোমল বড়ুয়া, খালেদা জিয়ার পিএস এবিএম আবদুস সাত্তার, বিএনপি নেতা আসাদুল করিম শাহীন, অপর্ণা রায় চৌধুরী, রমেশ চন্দ্র, পার্থদেব মণ্ডলসহ ফ্রন্টের অন্যান্য নেতারা।

কেএইচ/জেডএইচ/জিকেএস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।