Bangal Press
ঢাকাWednesday , 7 June 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

জাসিয়ার দ্বিতীয় সেঞ্চুরি, জিতেই চলছে মোহামেডান

Link Copied!

এবারের লিগে নিজের দ্বিতীয় সেঞ্চুরিটি হাঁকালেন জাসিয়া আকতার। আজ বুধবার বিকেএসপির এক নম্বর মাঠে খেলাঘর সমাজ কল্যাণের বিপক্ষে দারুন এক সেঞ্চুরি উপহার দিয়েছেন মোহামেডানের ভারতীয় রিক্রুট জাসিয়া আকতার।

কাশ্মিরের এ ২৬ বয়সী নারী অলরাউন্ডারের ব্যাট থেকে আসা ৬৯ বলে ১১ বাউন্ডারি আর ৬ ছক্কায় সাজানো ১০৬ রানের ঝোড়ো ইনিংসে এবারের নারী প্রিমিয়ার ক্রিকেট লিগে নিজেদের পঞ্চম ম্যাচে খেলাঘর সমাজ কল্যাণ সংঘর বিরুদ্ধে ৪ উইকেটে জয় পেযেছে মোহামেডান।

খেলাঘরের সব উইকেট হারিয়ে তোলা ২২৪ রান (৪৯.২ ওভারে) রান টপকে ৬ উইকেট খুইয়ে ৫৮ বল আগেই লক্ষ্যে পৌঁছে যায় সাদা-কালো শিবির। আবাহনীকে হারিয়ে চমক দেখানো খেলাঘরের লতা মন্ডল এ ম্যাচে ১১৮ বলে ৯৪ রানের দারুন ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি।

মোহামেডান অধিনায়ক অভিজ্ঞ সালমা খাতুনের মাপা অফস্পিনের সামনে খেলাঘরের বাকি ব্যাটাররা দাঁড়াতেই পারেননি। সালমা ১০ ওভারে ৩ মেডেনসহ ৩০ রানে দখল করে ৫ উইকেট।

মোহামেডানের আরেক টপ অর্ডার শারমিন আক্তার সুপ্তাও ১০৩ বলে ৭৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে দল জেতাতে রাখেন কার্যকর অবদান।

এআরবি/আইএইচএস/

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।