Bangal Press
ঢাকাWednesday , 7 June 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ সুদানে অপহৃত বাংলাদেশি শান্তিরক্ষী পুলিশ কর্মকর্তা উদ্ধার

Link Copied!

দক্ষিণ সুদানে অপহৃত বাংলাদেশ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ও শান্তিরক্ষী মো. আশেকুর রহমানকে উদ্ধার করা হয়েছে। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ছিলেন। বুধবার (৭ জুন) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. মনজুর রহমান এ তথ্য জানান।

এর আগে মঙ্গলবার (৬ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় একটি গোষ্ঠী এসআই মো. আশেকুর রহমানকে অপহরণ করে।

এআইজি বলেন, দক্ষিণ সুদানের মালাকাল টিম সাইটে নিয়োজিত পুলিশ কম্পোন্যান্টের সঙ্গে নিরাপত্তা টহলের সময় মো. আশেকুর রহমানকে অপহরণ করা হয়। পরবর্তীতে মিশন কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে। বর্তমানে আশেকুর রহমান সুস্থ আছেন। তিনি আইপিও হিসেবে শান্তিরক্ষা মিশনে নিয়োজিত রয়েছেন।

আরও পড়ুন: জাতিসংঘ মিশনেও সমুজ্জ্বল ‘দেশের নারী পুলিশ’

দক্ষিণ সুদান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ পুলিশের সব শান্তিরক্ষী সুস্থ ও নিরাপদে রয়েছেন বলে জানান এআইজি মনজুর রহমান।

১৯৮৯ সালে নামিবিয়া শান্তিরক্ষা মিশনের মধ্যদিয়ে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের অভিষেক হয়। বর্তমানে দারফুর, কঙ্গো, মালি ও দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের শান্তিরক্ষীরা পেশাদারিত্ব ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। বিশ্বের যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন দেশে শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের অবদান আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশংসিত।

টিটি/জেডএইচ/এএসএম

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।