Bangal Press
ঢাকাWednesday , 7 June 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

হত্যার হুমকির অভিযোগে ড. ইউনূসের আইনজীবীর জিডি

Link Copied!

হত্যার হুমকির অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ।

মঙ্গলবার (৬ জুন) রাতে মোহাম্মদপুর থানায় ডায়েরি করেন তিনি। তিনি নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসের পক্ষের আইনজীবী প্যানেলের সদস্য বলে জানিয়েছেন।

জিডিতে আইনজীবী উল্লেখ করেন, মঙ্গলবার (৬ জুন) রাত ৮টার দিকে তার মোবাইল ফোনে একটি কল আসে। রাত ৮টা ৩৭ মিনিটের দিকে তিনি ওই নাম্বারে কলব্যাক করেন। তখন অপর প্রান্তের ব্যক্তি প্রথমে একটি পারিবারিক মামলার বিষয়ে কথা বলবেন বলে জানান। কিন্তু একটা পর্যায়ে অকথ্য ভাষায় গালাগাল ও মেরে ফেলার হুমকি দেন।

তবে কী কারণে তাকে হুমকি দেওয়া হয়েছে তা জানাতে পারেননি এ আইনজীবী। তিনি জানান, কী কারণে তাকে এ হুমকি দেওয়া হয়েছে তা তিনি জানেন না।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, মঙ্গলবার রাতে একজন আইনজীবী এসেছিলেন। তিনি সাধারণ ডায়েরি করেছেন। তবে ড. ইউনূসের আইনজীবী কি না তিনি জানেন না। ওই আইনজীবী এমন কোনো পরিচয় দেননি। বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান ওসি।

এফএইচ/ইএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।