Bangal Press
ঢাকাWednesday , 7 June 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করার ৩ দিনের মাথায় ব্যবসায়ীকে গুলি

Link Copied!

জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার চারদিনের মধ্যে ফেনীর সোনাগাজীতে আলমগীর হোসেন (৪৫) নামের এক ব্যবসায়ীকে হত্যার উদ্দেশ্যে গুলি করেছে দুর্বৃত্তরা। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন তিনি।

মঙ্গলবার (৬ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের দক্ষিণপূর্ব চরচান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আলমগীর স্টোরে এ ঘটনা ঘটে।

আলমগীর হোসেন দক্ষিণপূর্ব চরচান্দিয়া গ্রামের নুরুল আমিনের ছেলে।

পুলিশ, আহত ব্যবসায়ী ও এলাকাবাসীরা জানান, ব্যবসায়ী আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে চরখোন্দকারে মাছচাষ করে আসছেন। ওই মৎস্য খামার দখলে নিতে স্থানীয় রফিকুল ইসলাম বাদল ও রাসেল আমিনের নেতৃত্বে ১০-১৫ জন তাকে হুমকি দিয়ে আসছিলেন। এ ঘটনায় শনিবার (৩ জুন) জীবনের নিরাপত্তা চেয়ে সোনাগাজী মডেল থানায় জিডি করেন আলমগীর হোসেন।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে চারজন মুখোশপরা অস্ত্রধারী তার দোকানে ঢুকে তাকে গুলি করেন। আলমগীর দোকানের ক্যাশের বক্সের পাশে মেঝেতে বসে গেলে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে দোকানের শোকেসে লাগে।

আলমগীর হোসেনের দাবি, গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েছেন ভেবে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। পরে ৯৯৯ নম্বরে ও পুলিশকে ফোন করে তিনি বিষয়টি জানান।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান বলেন, অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 
আবদুল্লাহ আল-মামুন/এসআর/জিকেএস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।