Bangal Press
ঢাকাWednesday , 7 June 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

ইন্টেরিয়র সেক্টরে ভ্যাট-কর কমানোর দাবি

Link Copied!

ইন্টেরিয়র সেক্টরে ভ্যাট-কর কমানোর দাবি জানিয়েছে বাংলাদেশ ইন্টেরিয়র কোম্পানিজ অ্যাসোসিয়েশন (বিকা)। বুধবার (৭ জুন) সংগঠনের জরুরি নির্বাহী কমিটির সভায় এ দাবি জানানো হয়।

সভায় বিকার নেতারা বলেন, ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে উদীয়মান একটি সেক্টর হিসেবে ইন্টেরিয়র ডিজাইন ও ডেকোরেশন খাতের সুপারিশ বা প্রস্তাবের আশানুরূপ প্রতিফলন ঘটেনি। বরং স্মার্ট বাংলাদেশের উদ্দেশ্যের সঙ্গে সেটি যথেষ্ট অসংগতিপূর্ণ।

তারা বলেন, অর্থনীতির এ সম্ভাবনাময় সেক্টরকে সামনে এগিয়ে নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আমরা অর্থমন্ত্রী ও এনবিআর চেয়ারম্যানের কাছে জোর দাবি জানাচ্ছি।

বিকার সভাপতি মোহাম্মদ আলী ভূঁইয়া বলেন, সরকার প্রায় ৭ লাখ ৬২ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেছে, যা এ যাবতকালের সবচেয়ে বড় বাজেট নিঃসন্দেহে। প্রতিবারের মতো এবারের বাজেটে তথ্যপ্রযুক্তি খাতে বাজেট বরাদ্দ বেড়েছে। যা ইন্টেরিয়র ডিজাইন সেক্টরের জন্য আশার দিক কিন্তু পাশাপাশি ইন্টেরিয়রের প্রায় সব পণ্যের মূল্যবৃদ্ধির জন্য সুপারিশ করা হয়েছে।

সেক্রেটারি সাইফুদ্দিন রাসেল বলেন, ইন্টেরিয়র সেক্টরের উন্নতির জন্য ভ্যাট ১৫ শতাংশ থেকে কমানো প্রয়োজন। কর কমিয়ে এ সেক্টরে উদ্যোক্তা বৃদ্ধির সহায়ক পরিবেশ তৈরি করা উচিত।

সভায় বিকার সিনিয়র সহ-সভাপতি এস এম রেজাউল হক, সহ-সভাপতি মো. রাজিব মিয়া, আব্দুল্লাহ আল মামুন ও ইঞ্জি. ফরহাদ হোসেন, যুগ্ম-সম্পাদক ফয়জুন্নুর রাসেল, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জ্বামান সজিব, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক মো. ফজলুল হক, হাসনা আরা, মো. মুরাদ হোসেন, সাইদুল ইসলাম ও হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

ইএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।