Bangal Press
ঢাকাThursday , 8 June 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

অদক্ষ-দুর্নীতিবাজদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে: অলি

Link Copied!

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অলি আহমদ বলেছেন, বর্তমান সরকার জোর করে একনাগাড়ে ১৫ বছর যাবত দেশ পরিচালনা করে আসছে। এসময়ে দেশ দুর্নীতিতে অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। দুর্নীতি, অদক্ষতা এবং দলীয়করণ সব স্তরকে গ্রাস করেছে। অর্থপাচারের পরিমাণ এক বছরের বাজেটকেও ছাড়িয়ে গেছে। তাই অদক্ষ ও দুর্নীতিবাজদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।

বৃহস্পতিবার বিকেলে লিবারেল ডেমোক্রেটিক পার্টির রাজধানীর পূর্ব পান্থপথে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অলি বলেন, এবার যে বাজেট ঘোষণা করা হয়েছে এখানে ঋণখেলাপি ও অর্থ পাচারকারীদের ব্যাপারে কোনো নির্দেশনা নেই। মূল্যস্ফীতি, সুদ ও ভর্তুকিসহ অনেকগুলো ঝুঁকি বিদ্যমান। বাজেটে ঘাটতি পূরণে বিদেশি ঋণের উপর নির্ভরশীল। ঋণখেলাপিদের কারণে দেশের অর্থনীতি ভঙ্গুর অবস্থায়। ব্যাংকগুলোতে নগদ টাকার অভাব। আমাদের সবার মাথাপিছু ঋণ ১ লাখ ৫ হাজার টাকা। ডলার সংকটের কারণে কয়লা, তেল-গ্যাস এবং বিদ্যুৎ আমদানি বাধাগ্রস্ত। সর্বত্র চলছে দুঃশাসন, অন্যায়, অবিচার ও অরাজকতা।

‘বর্তমান দেশের সার্বিক অবস্থা বিবেচনায় নিয়ে প্রয়োজন নির্বাচনকালীন একটি অস্থায়ী সরকার। যারা হবে সৎ, দেশপ্রেমিক, দায়িত্বশীল, পক্ষপাতহীন, দক্ষ, অভিক্ষ ও পরীক্ষিত।’

গণতান্ত্রিক ওলামা দলের সভাপতি সাদিকুর রহমানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য নেয়ামূল বশির, আওরঙ্গজেব বেলাল, এসএম মোরশেদ, স্যাকলায়েন, ভাইস-প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরী, উপদেষ্টা মাহবুবুর রহমান, গণতান্ত্রিক যুবদলের সভাপতি আমান সোবহান, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি খালিদ বিন জসিম, গণতান্ত্রিক শ্রমিকদলের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, গণতান্ত্রিক আইনজীবী ফোরামের সভাপতি নূরে আলম, সাংস্কৃতিক দলের যুগ্ম আহ্বায়ক মাসুদ প্রমুখ।

কেএইচ/এমএইচআর/জিকেএস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।