গাজীপুরের কালীগঞ্জে পাঁচ দোকান মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাফছা নাদিয়া অভিযান চালিয়ে এ আদেশ দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া বলেন, দুপুরে উপজেলার কালীগঞ্জ বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশ ও লাইসেন্স না থাকায় পাঁচ দোকান মালিককে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ সময় প্রাণিসম্পদ অফিসের ভেটেনারি চিকিৎসক আফজাল হোসেন, কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল করিম, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলামসহ পুলিশ ও আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আব্দুর রহমান আরমান/আরএইচ/জেআইএম
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।