Bangal Press
ঢাকাThursday , 8 June 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

চালু হয়নি আখাউড়া বন্দরের ইমিগ্রেশন সার্ভার

Link Copied!

ইন্টারনেটে সার্ভার জটিলতায় ম্যানুয়াল পদ্ধতিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাত্রী পারাপার শুরু হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) সকাল ৬টার পর থেকে সার্ভার জটিলতায় যাত্রী পারাপার বন্ধ হয়। এতে করে স্থলবন্দর ইমিগ্রেশনে অসংখ্য যাত্রী আটকা পড়ে। পরে হাতে লিখে ইমিগ্রেশন কাজ শুরু হয়।

আরও পড়ুন: সার্ভার জটিলতায় আখাউড়া স্থলবন্দরে যাত্রী পারাপার বন্ধু

আখাউড়া স্থলবন্দর বন্দর ইমিগ্রেশন ইনচার্জ পুলিশ পরিদর্শক হাসান মাহমুদ জানান, সকাল ৬টার দিকে বন্দরে ইমিগ্রেশনের কাজ শুরু হওয়ার পর ৫ মিনিট যাত্রী পারাপার করতে পেরেছে। এরপর সার্ভার জটিলতা দেখা দেয়। বাংলাদেশ থেকে ভারতগামী যাত্রীরা ইমিগ্রেশন করতে না পাড়ায় ওই পাড়ে যেতে পারছিলেন না। এদিকে ভারতের আগরতলায় স্থলবন্দরে ইমিগ্রেশন শেষে বাংলাদেশে আসলেও, আখাউড়া বন্দরে ইমিগ্রেশন করতে না পারায় যাত্রীরা আটকরা পড়েছিল।

তিনি আরও জানান, ইমিগ্রেশন সার্ভারের বিষয়টি ঢাকা থেকে নিয়ন্ত্রণ করে থাকে। আমরা কর্তৃপক্ষকে জানালে উনারা সমস্যা সমাধানে ঢাকায় যোগাযোগ করে উত্তরণের চেষ্টা করেন। পরে দুপুরের দিকে যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে হাতে নাম-ঠিকানা ও পাসপোর্ট নম্বর লিখে ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করতে কর্তৃপক্ষ নির্দেশনা দেন। সেই অনুযায়ী এখন ম্যানুয়ালি কাজ করছি। সার্ভার চালু হলে আবার যথাযথ প্রক্রিয়ায় আমরা কাজ শুরু করবো।

আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/জেআইএম

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।