রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে ক্রেনে চাপা পড়ে জসিম উদ্দিন (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) দুপুর সোয়া ১২টার দিকে চট্টগ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জসিম বন্দর থানাধীন মাইজপাড়া এলাকার বাসিন্দা। ইস্টার্ন রিফাইনারিতে দৈনিক মজুরিতে কাজ করতেন।
ইপিজেড থানার উপপরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন বলেন, কাজ শেষে প্লান্ট থেকে ফেরার সময় ক্রেনের নিচে পড়ে যান জসিম। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: যেখানে মালিক-শ্রমিক সবাই সমান, কর্মপরিবেশও নিরাপদ
ইস্টার্ন রিফাইনারির উপমহাব্যবস্থাপক (ইন্সপেকশন অ্যান্ড সেফটি) এ কে এম নঈমুল্লাহ ক্যাম্পাসনিউজকে বলেন, মূলত বাইরের কোনো শ্রমিক ক্রেনে চড়ার কথা নয়। প্লান্টে কাজ শেষে ক্রেন বের হওয়ার সময় জসিম নামের ওই শ্রমিক ক্রেনে উঠে পড়েন। পরে অসতর্কতাবশত তিনি পড়ে গিয়ে ক্রেনচাপায় মারা যান।
এমডিআইএইচ/জেডএইচ/জেআইএম