Bangal Press
ঢাকাThursday , 8 June 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

ডাকাতি মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

Link Copied!

চট্টগ্রাম মহানগরীতে ডাকাতি মামলার ১৭ বছর সাজাপ্রাপ্ত আসামি শামীম ওরফে বিহারি শামীম ওরফে বিহারি গুড্ডুকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার নগরীর খুলশী থানাধীন ওয়ার্লেস মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তাকে বৃহস্পতিবার আদালতরে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা। তিনি বলেন, গ্রেফতার শামীমের বিরুদ্ধে আরও তিনটি ডাকাতি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

জানা গেছে, ২০০৬ সালের ৩০ জানুয়ারি মুখোশধারী ডাকাতদল নগরীর লালখান বাজার বাঘঘোনা মোড়ের একটি বাড়িতে ডাকাতি করে। ওই ঘটনায় খুলশী থানায় মামলা হয়। ওই মামলায় গত ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত আসামি শামীমসহ তার সহযোগীদের দোষী সাব্যস্ত করে ১৭ বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

আদালত শামীমসহ আসামিদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন। ওই সাজা পরোয়ানামূলে আসামি শামীমকে গ্রেফতার করা হয়।

এমডিআইএইচ/এমআইএইচএস/জেআইএম

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।