Bangal Press
ঢাকাThursday , 8 June 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গায় সোনার ২৮ বারসহ যুবক আটক

Link Copied!

চুয়াডাঙ্গার জীবননগরে পৃথক স্থান থেকে সোনার ২৮টি বারসহ এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ জুন) সকালে উপজেলার বাজারপাড়া ও পাথিলা ঈদগা এলাকা থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়।

আটকের নাম সেলিম হোসেন (৩০)। তিনি ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা বাঘাডাঙ্গা গ্রামের মো. জাফরের ছেলে।

আরও পড়ুন: সোনার ১৫ বারসহ যুবক আটক

পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন জানান, সীমান্ত এলাকা দিয়ে সোনার বার পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাজারপাড়ায় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ফেলে পালিয়ে যান এক যুবক। পরে সে মোটরসাইকেল তল্লাশি করে স্কচটেপ মোড়ানো দুটি প্যাকেট থেকে ১২টি সোনার বার ও গহনা উদ্ধার করে।

একইদিন উপজেলার পাথিলা গ্রামের ঈদগা পাড়ার অভিযান চালায় পুলিশ। এসময় দুজন মোটরসাইকেল নিয়ে সীমান্তের দিকে যাচ্ছিল। বিজিবি টহল দল তাদের ধাওয়া দিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন সেলিম হোসেন। তার দেহ তল্লাশি করে ১৬টি সোনার বার উদ্ধার করা হয়।

আরএইচ/জেআইএম

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।