Bangal Press
ঢাকাThursday , 8 June 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

গৃহবধূর হাত-পা বেঁধে গায়ে আগুন দিয়ে পালালো দুর্বৃত্তরা

Link Copied!

পটুয়াখালীর দুমকিতে সুমি আক্তার (২০) নামের এক গৃহবধূর হাত-পা বেঁধে কেরোসিন ঢেলে গায়ে আগুন দিয়ে ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে পালিয়ে গেছে মুখোশধারী দুর্বৃত্তরা। অগ্নিদগ্ধ গৃহবধূকে উদ্ধার করে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার নতুনবাজার সংলগ্ন শাহজাহান মুন্সির (দারোগা) ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, দুমকি সাতানী গ্রামের বাসিন্দা প্রিন্স ও সুমি আক্তার দম্পতি। গত ২ জুন শাহজাহান দারোগার ভাড়া বাসায় ওঠেন তারা। আজ দুপুরের খাবার খেয়ে সবাই যে যার বাসায় বিশ্রাম করছিলেন। হঠাৎ প্রতিবেশী নতুন ভাড়াটের বাসায় চিৎকার ও গোঙানির শব্দ শুনে তারা ছুটে আসেন। এসে দেখেন বাইরে থেকে দরজার ছিটকানি বন্ধ রাখা। ভেতরে ঢুকে অগ্নিদগ্ধ সুমি আক্তারকে হাত-পা বাঁধা অবস্থায় গড়াগড়ি করতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওসি আবুল বাসার জানান, দুপুরে খাবার খাওয়ার পর ওই নারীর স্বামী ঘরের বাইরে যান। এর কিছুক্ষণ পর দুই ব্যক্তি ঘরে ঢুকে গৃহবধূর হাত-পাঁ বেধে ফেলেন। পরে গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে পালিয়ে যান। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

আব্দুস সালাম আরিফ/এসআর/জেআইএম

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।