Bangal Press
ঢাকাThursday , 8 June 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর মেডিকেল টিম

Link Copied!

রাঙ্গামাটি জেলার প্রত্যন্ত অঞ্চলে ডায়রিয়ার প্রকোপ বেড়ে যাওয়ায় সেনাবাহিনীর একটি মেডিকেল টিম পাঠানো হয়েছে। বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে বৃহস্পতিবার (৮ জুন) সেনাবাহিনীর ওই মেডিকেল টিমকে পাঠানো করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, গত কয়েক দিন ধরে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলাধীন সাজেক ইউনিয়নের দুর্গম শিয়ালদহসহ পার্শ্ববর্তী এলাকায় ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। এরই মধ্যে ডায়রিয়ায় দুইজনের মৃত্যু হয়েছে। এ অবস্থায় আক্রান্ত স্থানীয় বাসিন্দাদের জরুরি চিকিৎসাসেবা দিতে সেনাবাহিনীর একটি মেডিকেল দল ও দুইজন অসামরিক প্রশাসনের স্বাস্থ্য কর্মীকে প্রয়োজনীয় ওষুধ, শুকনা খাবার এবং বিশুদ্ধ পানিসহ সেখানে পাঠানো হয়।

আরও পড়ুন>> সাজেকের দুর্গম লংথিয়ানপাড়ায় ডায়রিয়ায় দুইজনের মৃত্যু

মেডিকেল দলটি সদরদপ্তর ২৪ পদাতিক ডিভিশনের সার্বিক নির্দেশনায় এবং খাগড়াছড়ি রিজিয়নের তত্ত্বাবধানে ক্যাম্পেইন পরিচালনা করছে।

এদিকে বৃহস্পতিবার সকাল থেকেই সেনাবাহিনী, বিমান বাহিনী, বিজিবি ও স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ তৎপরতায় আক্রান্ত এলাকাগুলোতে জরুরি চিকিৎসাসেবা প্রদান কার্যক্রম শুরু হয়।

এছাড়া ৫৪ বিজিবির একটি, বাঘাইহাট জোনের একটি ও ৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের একটি সমন্বিত মেডিকেল দল বৃহস্পতিবার ভোরে হেঁটে একই ইউনিয়নের শিয়ালদহ বিওপির দূরবর্তী দুর্গম লংথিয়ান পাড়া এবং অরুন কার্বারী পাড়ার উদ্দেশ্যে গমন করে। মেডিকেল দলগুলো এসব এলাকায় আনুমানিক ৩০০ ডায়রিয়ায় আক্রান্ত রোগীর মাঝে ওষুধ, স্যালাইন, শুকনা খাবার এবং বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেছে।

আর্তমানবতার সেবায় অসামরিক প্রশাসনের সমন্বয়ে বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী ও বিজিবির এ মেডিকেল ক্যাম্পেইন ও মানবিক সহায়তা কার্যক্রম ডায়রিয়া পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত চলমান থাকবে বলে জানিয়েছে আইএসপিআর।

টিটি/ইএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।