Bangal Press
ঢাকাFriday , 9 June 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

ঋণ নিতে লাখে ১০ হাজার টাকা ঘুস, ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত

Link Copied!

কর্মসংস্থান ব্যাংক সিরাজগঞ্জের কাজীপুর শাখায় ঋণ নিতে লাখে ১০ হাজার টাকা ঘুস নেওয়ার ঘটনায় অভিযুক্ত ব্যাংকের সহকারী অফিসার সাইদুল রহমান রানার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে রাষ্ট্রায়ত্ত কর্মসংস্থান ব্যাংকের রাজশাহী ও রংপুর বিভাগের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মুহ. আকতার হোসেন প্রধান ক্যাম্পাসনিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ ক্যাম্পাসনিউজে প্রতি লাখ ঋণে ঘুস দিতে হয় ১০ হাজার শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটি আমাদের নজরে আসে। ওই প্রতিবেদনের সূত্র ধরে বৃহস্পতিবার সকালে বগুড়া জোনাল অফিসের সিনিয়র প্রিন্সিপাল অফিসার (এসপিও) আক্তারুজ্জামানকে সরেজমিন তদন্তের জন্য পাঠানো হয়েছে। ওই শাখার সহকারী অফিসারের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।’

কর্মসংস্থান ব্যাংক বগুড়া জোনাল অফিসের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আক্তারুজ্জামান বলেন, ‘ ক্যাম্পাসনিউজের সূত্র ধরে কাজীপুর শাখার বিষয়ে সরেজমিন তদন্ত শুরু হয়েছে। আমি তদন্তের কাজে সকালেই কাজীপুর এসেছি।’

এ বিষয়ে কর্মসংস্থান ব্যাংক সিরাজগঞ্জ শাখার ব্যবস্থাপক খালিদ মোহাম্মদ তোফায়েল আবেদিন ক্যাম্পাসনিউজকে বলেন, ‘ঋণের বিপরীতে ঘুস নেওয়ার বিষয়ে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। বিষয়টি সরেজমিন তদন্তের জন্য জোনাল অফিসের এসপিও স্যার আজ বগুড়া থেকে কাজীপুর এসেছেন।’

এর আগে বুধবার প্রতি লাখ ঋণে ঘুস দিতে হয় ১০ হাজার শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে ক্যাম্পাসনিউজ। ভুক্তভোগীদের বরাতে প্রতিবেদনে বলা হয়, কর্মসংস্থান ব্যাংকের সিরাজগঞ্জের কাজীপুর শাখায় ঋণ নিতে প্রতি লাখে ১০ হাজার টাকা ঘুস দিতে হয় ব্যাংকের সহকারী অফিসার সাইদুল রহমান রানাকে।

 
এম এ মালেক/এসআর/জিকেএস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।