Bangal Press
ঢাকাFriday , 9 June 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ১৬ সদস্য আটক

Link Copied!

গাইবান্ধায় মারামারির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ১৬ সদস্যকে আটক করেছে রেলওয়ে পুলিশ।

বৃহস্পতিবার (৮ জুন) রাতে গাইবান্ধা রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাদল হোসেন ক্যাম্পাসনিউজকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বিকেলে গাইবান্ধা রেলওয়ে স্টেশনের উত্তর পাশে অবস্থিত বাঁশহাটি থেকে তাদের আটক করা হয়। আটক কিশোরদের বাড়ি গাইবান্ধা শহর ও আশপাশের এলাকায়।

রেলওয়ে পুলিশ জানায়, স্টেশনের বাঁশহাটিতে কিশোর গ্যাংয়ের লিডারসহ বেশ কয়েকজন একটি মারামারির পরিকল্পনা করে। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে রেলওয়ে পুলিশ অভিযান চালায়। এ সময় বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রসহ ওই কিশোর গ্রুপের ১৬ জনকে আটক করা হয়।

এ বিষয়ে সদর থানার পরিদর্শক (তদন্ত) ওয়াহেদুল ইসলাম ক্যাম্পাসনিউজকে বলেন, রেলওয়ে পুলিশ কিশোর গ্যাংয়ের ওই ১৬ সদস্যকে অস্ত্রসহ সদর থানায় সোপর্দ করেছে। আমরা কিশোরদের অভিভাবকদের থানায় ডেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবো।

শামীম সরকার শাহীন/এসজে/জিকেএস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।