Bangal Press
ঢাকাFriday , 9 June 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

‘কোনো লোক নামতে পারবো না, শুধু নৌকা থাকবো’

Link Copied!

নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতার হুমকির একটি অডিও ফাঁস হয়েছে। অডিও রেকর্ডটি বৃহস্পতিবার (৮ জুন) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। যেখানে নৌকা ছাড়া অন্য কোনো প্রার্থীর লোকজন মাঠে নামতে পারবে না বলে হুমকি দেওয়া হয়।

এই অডিওর সূত্র ধরে জানা যায়, ফোনের এক প্রান্তে ছিলেন নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভা নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী হাবিবুর রহমানের ছেলে জাহাঙ্গীর। আর অপরপ্রান্তে ছিলেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সুন্দর আলীর সমর্থক ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম। তিনি ফোন কলে হুঁশিয়ারি করছিলেন অপরপ্রান্তে জাহাঙ্গীরকে।

অডিওতে কালামকে বলতে শোনা যায়, ৫ নম্বর ওয়ার্ডে তুমি কোনো গ্যাঞ্জাম সৃষ্টি করবা না। ৫ নম্বর ওয়ার্ডে কোনো লোক নামতে পারবো না, ৫ নম্বর ওয়ার্ডে শুধু নৌকা থাকবো। এ সময় অপরপ্রান্ত থেকে কেন এবং কে নির্দেশ দিয়েছে প্রশ্ন করা হলে তিনি ফোন কেটে দেন।

জাহাঙ্গীর বলেন, ‘আমাকে ফোনে হুমকি দেওয়া হয়েছে। এ বিষয়ে আমি নির্বাচন কমিশনে লিখিতভাবে অভিযোগ দেবো।’

তবে এ বিষয়ে আবুল কালাম বলেন, ‘এটি সম্পূর্ণ মিথ্যা কথা। নির্বাচন করার অধিকার সবার আছে। নির্বাচন করা গণতান্ত্রিক অধিকার। আমার কণ্ঠের মতো অন্য কারও কণ্ঠ হতেও তো পারে। এটি আমার কথা নয়, আমি এ ধরনের কোনো কথা বলিনি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।’

এ বিষয়ে আড়াইহাজার পৌরসভার রিটার্নিং কর্মকর্তা রবিউল আলম ক্যাম্পাসনিউজকে বলেন, আমরা এমন কোনো অভিযোগ পাইনি। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। যদি কেউ অভিযোগ করে তাহলে অবশ্যই অভিযুক্তর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মোবাশ্বির শ্রাবণ/এসজে/জিকেএস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।