রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) সরাসরি রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের জন্য বন্ড লাইসেন্সের মেয়াদ তিন বছর করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সিং বিধিমালা, ২০০৮ অধিকতর সংশোধন করে এ মেয়াদ বাড়িয়েছে এনবিআর।
এ বিষয়ে সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম সই করা এক এসআরও (প্রজ্ঞাপন) জারি করেছে এনবিআর।
বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সিং বিধিমালা অনুযায়ী এর আগে সব ধরনের প্রতিষ্ঠানের জন্য লাইসেন্সের মেয়াদ ছিল দুই বছর। তবে ইপিজেডের বাইরের প্রতিষ্ঠানের জন্য বন্ডেড লাইসেন্সের মেয়াদ প্রদানের তারিখ থেকে দুই বছরই থাকছে।
একই সঙ্গে সব ধরনের প্রতিষ্ঠানের লাইসেন্সের ক্ষেত্রে আগের মতো প্রত্যেক বছর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে অডিট সম্পন্ন করতে হবে।
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) আওতায় বর্তমানে ঢাকা, আদমজী, চট্টগ্রাম, মোংলা, ঈশ্বরদী, কুমিল্লা, উত্তরা ও কর্ণফুলী- এই আটটি ইপিজেড রয়েছে। এর বাইরে চট্টগ্রামের মিরসরাইয়ে রয়েছে বেপজা অর্থনৈতিক অঞ্চল।
এসএম/এমকেআর/জিকেএস