বাংলাদেশের রাজনীতির ‘রহস্য পুরুষ’ ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (৯ জুন) এক শোকবার্তায় তিনি মহুমের আত্মীয়-পরিজনদের প্রতি সমবেদনা জানান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। ফখরুল বলেন, তিনি আমাদের সবার মধ্যে স্মৃতিতে অমর হয়ে থাকবেন।
আরও পড়ুন>> রাজনীতির ‘রহস্য পুরুষ’ সিরাজুল আলম খান আর নেই
এর আগে শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সিরাজুল আলম খান বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। শ্বাসকষ্ট, ফুসফুসে সংক্রমণ, প্রস্রাবে জটিলতা নিয়ে তিনি ২০ মে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বৃহস্পতিবার (৮ জুন) রাতে তাকে ঢামেক হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
কেএইচ/এমএএইচ/এএসএম