Bangal Press
ঢাকাFriday , 9 June 2023
 1. অর্থনীতি
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. এক্সক্লুসিভ
 5. ক্যাম্পাস
 6. খেলাধুলা
 7. চাকরির খবর
 8. জাতীয়
 9. তথ্যপ্রযুক্তি
 10. বিনোদন
 11. ভ্রমণ
 12. মতামত
 13. রাজনীতি
 14. লাইফস্টাইল
 15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তান থেকে সরে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিও!

Link Copied!

আসন্ন এশিয়া কাপ নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। পাকিস্তান আয়োজক থাকলেও এই টুর্নামেন্টটি শেষ পর্যন্ত সরে যেতে পারে শ্রীলঙ্কাতে। এর মধ্যেই সম্ভবত আরও একটি দুঃসংবাদ পেতে যাচ্ছে পাকিস্তান।

২০২৫ সালে দেশটির মাটিতে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনেরও সুযোগ হারাতে পারে পাকিস্তান। ভারতের সংবাদমাধ্যম ‘ পাতা ২৪এইটিন’ জানিয়েছে, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান থেকে সরে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে হতে পারে।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। পরের বছর তথা ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়ানোর কথা পাকিস্তানে। দুটি আসরেরই আয়োজক বদলে যাচ্ছে বলে জানা গেছে প্রতিবেদনে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের বদলে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হতে পারে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্র। আর ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক করা হতে পারে স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ডকে।

যদিও এই আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে আছে, মৌখিকভাবে কথাবার্তা হয়েছে। এই প্রস্তাবে সম্মত আছে ব্রডকাস্টাররা। যদি সব কিছু ঠিকভাবে এগোয়, তবে প্রস্তাবটি বাস্তবায়ন করা হবে।

আগামী জুলাইয়ে ডারবানে আইসিসির সভায় এই বিষয়ে আলোচনা হবে। আইসিসি সম্ভবত পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) এই পরিবর্তনের ব্যাপারে অনুরোধ জানাবে। সেক্ষেত্রে পাকিস্তানকে বড় অংকের আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে।

এমএমআর/এএসএম

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।