Bangal Press
ঢাকাFriday , 9 June 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

তিন তারকা একসঙ্গে কী করছেন? জানালেন চঞ্চল

Link Copied!

বর্তমান সময়ের তুমুল জনপ্রিয় তিন তারকা চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম ও আফরান নিশো। তারা প্রথমবারের মতো একই ফ্রেমে বন্দি হয়েছেন। তাদের তিনজনের এমনই একটি মুহূর্তের ছবি আজ ( ৯ জুন) দুপুর ১টার দিকে অভিনেতা চঞ্চল চৌধুরী তার ফেসবুকে পোস্ট করেছেন।

আরও পড়ুন: শাহরুখের সঙ্গে চঞ্চল চৌধুরী

চঞ্চল ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘শিরোনামহীন’। স্ট্যাটাসে এর বেশি কিছু লেখেনি তিনি। ছবির ও স্ট্যাটাসের সূত্র ধরে চঞ্চলের কাছে যোগাযোগ করা হয়। এ প্রসঙ্গে চঞ্চল চৌধুরী ক্যাম্পাসনিউজকে বলেন, আমরা তিনজন মিলে একটি বিজ্ঞাপনের শুটিং করছি। এখনো এর কাজ চলছে। ঢাকায় এর শুটিং হচ্ছে। আশা করছি এটি ভালো একটি কাজ হবে।

আরও পড়ুন: অ্যামাজন প্রাইমের ওয়েব সিরিজ দিয়ে বলিউডে চঞ্চল চৌধুরী

কোন ধরনের কাজের শুটিং এ বিষয়য়ে চঞ্চলের কাছে বিস্তারতি জানতে চাইলে তিনি বলেন, এটির শুটিং শেষ হলে এর কর্তৃপক্ষ বিস্তারিত জানাবে। আমি এখন এর চেয়ে বেশি কিছু বলেতে পারছি না।

অন্যদিকে চঞ্চল চৌধুরীর এই ছবি ও স্ট্যাটাসে মন্তব্য করে অভিনত্রেী শাহনাজ খুশি লেখেন, ছবি দেখে দৌড়ায় আসলাম, লাইক, কমেন্টস করে ধন্য হতে। এত বড় বড় সেলিব্রেটি একজায়গায়! বাপ রে বাপ! বাংলাদেশ কেমন যেন ক্যাৎ হয়ে গেল মনে হচ্ছে! ফান করা শেষ! সত্যিই আমি গুণ মুগ্ধ তোমাদের।তোমরাই সেরা! আমাদের মিডিয়ার অহংকার তোমরা।

এমআই/এমএমএফ/এএসএম

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।