Bangal Press
ঢাকাFriday , 9 June 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জে ডিসি পরিচয়ে আর্থিক সহায়তা চেয়ে প্রতারণা

Link Copied!

নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে আর্থিক সহায়তা চেয়ে প্রতারণা করার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। এ বিষয়ে নারায়ণগঞ্জবাসীকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৮ জুন) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের পক্ষে নেজারত ডেপুটি কালেক্টর মোহাম্মদ রবিন মিয়া স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জেলার সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ০১৮৮-৪৭০৬৫৯১ নম্বর থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট আর্থিক সহায়তা চেয়ে ফোন করা হচ্ছে, যার সঙ্গে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কোনো সংশ্লিষ্টতা নেই। এ বিষয়ে সকলকে সতর্ক থাকাসহ কারো সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ডেপুটি কালেক্টর মোহাম্মদ রবিন মিয়া ক্যাম্পাসনিউজকে বলেন, জেলা প্রশাসকের পরিচয়ে বিভিন্ন জনের কাছ থেকে টাকা চাওয়ার অভিযোগ পাওয়া গেছে। তাই এ বিষয়ে নারায়ণগঞ্জবাসীকে সতর্ক করা হয়েছে।

মোবাশ্বির শ্রাবণ/এফএ/এএসএম

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।