Bangal Press
ঢাকাFriday , 9 June 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে আ’লীগ নেতাসহ নিহত ২

Link Copied!

নরসিংদীতে পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতাসহ দুজন নিহত হয়েছেন।

শুক্রবার (৯ জুন) সকালে নরসিংদী রেলওয়ে স্টেশন ও আরশীনগর রেলক্রসিংয়ের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নেছার আহমেদ রায়পুরার চরমধুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। অপরজন এক কিশোর। তবে তার নাম-পরিচয় জানা যায়নি। তবে তার বাড়ি জামালপুরে বলে জানা গেছে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ৭টার দিকে আরশীনগর রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকামুখী উপবন ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান নেছার আহমেদ। খবর পেয়ে রেলওয়ে ফাঁড়ির পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে রাত সাড়ে ৩টার দিকে নরসিংদী রেলস্টেশনে ঢাকাগামী নোয়াখালী এক্সপ্রেস ট্রেনে ওঠার সময় পা পিছলে পড়ে যায় অজ্ঞাত এক কিশোর। পরে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, ট্রেনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। অপরজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সঞ্জিত সাহা/এসআর/এএসএম

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।