Bangal Press
ঢাকাSunday , 11 June 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

শীতলক্ষ্যায় জাহাজে অগ্নিকাণ্ডে মৃত বেড়ে দাঁড়ালো তিনজনে

Link Copied!

নারায়ণগঞ্জের রূপগঞ্জের শীতলক্ষ্যা নদীতে জাহাজে অগ্নিকাণ্ডে দগ্ধ মো. রুবেল (৩৮) মারা গেছেন। এ নিয়ে এই অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো তিনজনে।

শনিবার (১০ জুন) দিনগত রাত একটার দিকে রুবেল মারা যান। এর আগে গত ৩ জুন এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আরও পড়ুন: শীতলক্ষ্যায় তেলবাহী জাহাজের ট্যাংক বিস্ফোরণ, দগ্ধ ৬

এতে আটজন দগ্ধ হন। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক, শ্বাসনালী পুড়ে যায় তিনজনের। পরে আহতদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দগ্ধদের মধ্যে মো. হুমায়ুন কবির (৫৪) মারা যান শনিবার রাত দশটার দিকে। এর আগে তাজুল ইসলাম (৩৩) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আরও পড়ুন: দগ্ধ ৫ জনের অবস্থাই আশঙ্কাজনক, শ্বাসনালী পুড়েছে ৩ জনের

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম জানান, রূপগঞ্জের শীতলক্ষ্যা নদীতে জাহাজের আগুনের ঘটনায় মোট ৮ জন এখানে ভর্তি হন। তাদের মধ্যে ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। দগ্ধদের মধ্যে প্রথমে মারা যান তাজুল ইসলাম। তার শরীরের ৬৭ শতাংশ দগ্ধ ছিল। এরপর শনিবার রাত দশটার দিকে চিকিৎসাধীন অবস্থায় হুমায়ুন কবির মারা যান। তার শরীরের ৩০ শতাংশ দগ্ধ ছিল। একই রাতে মারা যান রুবেল, তার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ ছিল। এ ঘটনায় সোহেল ও ইমতিয়াজ নামে দুইজন এখনো চিকিৎসাধীন। তাদের অবস্থা আশঙ্কাজনক।

কাজী আল-আমিন/কেএসআর/এমএস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।