Bangal Press
ঢাকাSunday , 11 June 2023
 1. অর্থনীতি
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. এক্সক্লুসিভ
 5. ক্যাম্পাস
 6. খেলাধুলা
 7. চাকরির খবর
 8. জাতীয়
 9. তথ্যপ্রযুক্তি
 10. বিনোদন
 11. ভ্রমণ
 12. মতামত
 13. রাজনীতি
 14. লাইফস্টাইল
 15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

টিকটক ভিডিও করতে গিয়ে ট্রাকের ধাক্কায় দুই বন্ধুর মৃত্যু

Link Copied!

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় টিকটক ভিডিও বানাতে গিয়ে ট্রাকের ধাক্কায় দুই বন্ধু নিহত হয়েছেন।

শনিবার (১০ জুন) রাত ৮টার দিকে কাকিনা মহিপুর তিস্তা শেখ হাসিনার সেতু এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার কাকিনার রুদ্রেশ্বর গ্রামের আছির আলী ছেলে মো. শাহ আলম (২০) এবং কাকিনা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য হাজেরা বেগম ও সাইদুল মিয়ার ছেলে মো. ওয়াজেদ আলী (২২)।

আরও পড়ুন: মাওয়ায় ঘুরতে গিয়ে ফিরলেন লাশ হয়ে

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে মহিপুর তিস্তা শেখ হাসিনা সড়ক সেতু ঘোরাঘুরি শেষে বাড়ি ফেরার পথে চলন্ত অবস্থায় টিকটকের ভিডিও ধারণ করছিলেন তারা। পথে বুড়িমারী থেকে ছেড়ে যাওয়া মালবোঝাই ট্রাকের ধাক্কায় দুজন নিহত হন দুই বন্ধু।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত দুই এসএসসি পরীক্ষার্থীর বাড়ি উপজেলার রুদ্রেশ্বর গ্রামে।

একই দিনে পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শাহিন আলম (৩০) নামের মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আরও পড়ুন: গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, ওই ট্রাকটি পাটগ্রাম থানার হেফাজতে রয়েছে। তবে চালক ও হেলপার দুজনই পালিয়ে গেছেন।

রবিউল হাসান/জেএস/এমএস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।