ঠিকানা পরিবহনের বাসের চাপায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের স্টাফ রেকর্ড কিপার মো. হামিম শরীফের (৩০) মৃত্যুর ঘটনায় পরিবহনটির রুট পারমিট বাতিলের দাবি জানিয়েছেন হাসপাতালটির চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা। একই সঙ্গে এ ঘটনায় জড়িত চালক ও তার সহযোগীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন তারা।
রোববার (১১ জুন) নগরীর শেরে-বাংলা নগরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সামনে ডাক্তার, নার্স ও কর্মচারীরা কালো ব্যাজ পরে মানববন্ধন করেন।
এসময় নিহতের স্ত্রী মৌসুমী আক্তার জানান, ঠিকানা পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে ছিল। পেছন থেকে এসে তাদের বাইককে ধাক্কা দেয়। চোখের সামনে স্বামীর করুণ মৃত্যু হয়। সে দৃশ্য এখনো চোখের সামনে ভাসছে। আমার তিন শিশু সন্তান এতিম হয়ে গেছে।
গত ৮ জুন দুপুর ২টা ৫০ মিনিটে মো. হামিম শরীফ অফিস শেষে বাসায় ফেরার পথে ঢাকার গাবতলী এলাকায় ঠিকানা পরিবহনের একটি বাসের চালক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা করা হয়।
এমওএস/এমএইচআর/জেআইএম