Bangal Press
ঢাকাSunday , 11 June 2023
 1. অর্থনীতি
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. এক্সক্লুসিভ
 5. ক্যাম্পাস
 6. খেলাধুলা
 7. চাকরির খবর
 8. জাতীয়
 9. তথ্যপ্রযুক্তি
 10. বিনোদন
 11. ভ্রমণ
 12. মতামত
 13. রাজনীতি
 14. লাইফস্টাইল
 15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

নির্মাণাধীন ভবনের ২০ তলা থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

Link Copied!

ময়মনসিংহে নির্মাণাধীন ভবনের ২০ তলা থেকে পড়ে শিমুল মিয়া (৩৫) নামে এক রডমিস্ত্রির মৃত্যু হয়েছে।

রোববার (১১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর বাউন্ডারি রোডের সাহেব আলী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত শিমুল মিয়া জামালপুর জেলার সদর উপজেলার মধ্য বটতলা গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে।

কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) মো. ফারুক হোসেন ক্যাম্পাসনিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

তিনি বলেন, নিহত শিমুল মিয়া পেশায় রডমিস্ত্রি। সে বাউন্ডারি রোডের সাহেব আলী এলাকার নির্মাণাধীন ২০ তলা ভবনের ছাঁদে উঠে রডের কাজ করছিলেন। হঠাৎ অসাবধানতাবশত সেখান থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে অন্য শ্রমিকরা থানায় খবর দিলে মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মো. ফারুক হোসেন আরও বলেন, নিহতের স্বজনরা এখনো কেউ থানায় যোগাযোগ করেনি। তাদের অভিযোগের প্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মঞ্জুরুল ইসলাম/জেএস/এমএস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।