Bangal Press
ঢাকাSunday , 11 June 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

বাউসিসির আয়োজনে ন্যাশনাল জব কার্নিভাল অনুষ্ঠিত

Link Copied!

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দুই দিনব্যাপী আয়োজিত ন্যাশনাল ক্যারিয়ার কার্নিভালের দ্বিতীয় দিনের আয়োজন হিসেবে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে।

বাকৃবি ক্যারিয়ার ক্লাব (বাউসিসি) আয়োজনে শনিবার (১০ জুন) সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে ওই মেলা অনুষ্ঠিত হয়।

জানা যায়, ১৯টি বেসরকারি প্রতিষ্ঠান চাকরি মেলায় অংশ নেয়। প্রতিষ্ঠানগুলোর প্রদর্শনীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট ও শিক্ষার্থীদের ভিড় দেখা যায়। কৃষির সঙ্গে সম্পর্কযুক্ত অংশ নেওয়া বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে বাকৃবির ছয়টি অনুষদসহ অন্যান্য বিভাগের গ্রাজুয়েটদের অংশ নেওয়ান সুযোগ ছিল।

আরও পড়ুন: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার কার্নিভ্যাল শুরু

বিভিন্ন স্টল ঘুরে জানা যায়, কৃষিপণ্য এবং কৃষি-সমস্যা সমাধানের বিভিন্ন সার, কীটনাশক ও বীজ উৎপাদন বিষয়ক প্রতিষ্ঠান সিনজেনটা। সব অনুষদের শিক্ষার্থীদের অংশ নেওয়ার সুযোগ থাকলেও তাদের প্রাধান্যের তালিকায় প্রথম স্থান ছিল কৃষি অনুষদের স্নাতকধারীদের। কৃষি পণ্যের বীজ সরবরাহকারী প্রতিষ্ঠান লাল তীর সীড লিমিটেডের তালিকায় ছিল কৃষি অনুষদের স্নাতকধারীরা।

চাকরি মেলায় নিবন্ধনের মাধ্যমে কাজী ফার্মস গ্রুপে লিখিত এবং পরবর্তীতে মৌখিক পরীক্ষা দেওয়ার সুযোগ ছিল। পোল্ট্রি ভিত্তিক প্রতিষ্ঠান হওয়ায় তাদের প্রাধান্যের তালিকায় ছিল ভেটেরিনারি, পশুপালন এবং কৃষি অনুষদের স্নাতকসম্পন্নকারীরা।

এ সি আই মটরস লিমিটেড ও বাংলা মার্কে প্রাধান্য পেয়েছে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের স্নাতকধারীরা। কৃষি যন্ত্র সরবরাহকারী আরেকটি প্রতিষ্ঠান গ্রিনল্যান্ড প্রস্তাবিত তিনটি পদেও প্রাধান্যের তালিকায় ছিল তারা।

আরও পড়ুন: বাকৃবিতে ৪র্থ শ্রেণি কর্মচারী সমিতির সভাপতি জামাল, ফয়েজ সম্পাদক

নাভানা ফার্মাসিউটিক্যাল ও নাফকো ফার্মা লিমিটেডে জীবন বৃত্তান্ত প্রদানের সুযোগ পেয়েছে ভেটেরিনারি অনুষদের স্নাতকধারীরা। এছাড়া সম্পূরক খাদ্য যোগদানকারী প্রতিষ্ঠান এরেনা এগ্রো। চাকরির ক্ষেত্রে তাদের প্রাধান্যের তালিকায় ছিল ভেটেরিনারি, পশুপালন ও মৎস্যবিজ্ঞান অনুষদের স্নাতকধারীরা।

ভেটেরিনারি, মৎস্যবিজ্ঞান ও কৃষি অনুষদের স্নাতকধারীদের জন্য প্রতিটি অনুষদ ভিত্তিক দুইটি করে মোট ছয়টি পদে চাকরির সুযোগ দিয়েছে স্কয়ার গ্রুপ। বাকৃবি শিক্ষার্থীর গড়া প্রতিষ্ঠান সেইফ ফুডের মোট নয়টি পদে ছয়টি অনুষদের স্নাতক সম্পন্নকারীদেরই অংশ নেওয়ার সুযোগ ছিল।

এছাড়াও সাধারণভাবে সব অনুষদীয় স্নাতকধারীদের অংশ নেওয়ার সুযোগ দিয়েছে প্যারাগন গ্রুপ, সি.পি.গ্রুপ, আদি এন্টার প্রাইজ, ব্যাট বাংলাদেশ ও প্রাণ। বিশেষ করে সেলস ম্যানেজার, বিজনেস ম্যানেজমেন্ট এবং অ্যাকাউন্টেনস ম্যানেজমেন্ট পদগুলোতে সবার অংশ নেওয়ার সুযোগ ছিল।

আরও পড়ুন: কৃষি গুচ্ছে ভর্তির আবেদন শুরু

পাশাপাশি ইংরেজি ভাষাভাষী ছয়টি দেশে উচ্চশিক্ষা বিষয়ক সহায়ক ও পরামর্শ দানকারী প্রতিষ্ঠান হিসেবে অংশ নিয়েছিল আইডিপি। প্রতিটি প্রতিষ্ঠানেই সরাসরি ও অনলাইনে জীবন বৃত্তান্ত জমা দেওয়ার সুযোগ পেয়েছে শিক্ষার্থীরা। শুধু সরকারি চাকরিতে সীমাবদ্ধ না থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কোন কোন ক্ষেত্রে কৃষিবিদদের অংশ নেওয়ার সুযোগ রয়েছে সে সম্পর্কে বিস্তর ধারণারও সুযোগ পেয়েছে শিক্ষার্থীরা।

বিকেল ৫টায় বাউসিসির পক্ষ থেকে জব ফেয়ার শেষে সব কোম্পানিকে ক্রেস্ট প্রদান করা হয়।

জেএস/এমএস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।